ঢাকা | মার্চ ১৬, ২০২৫ - ২:০১ পূর্বাহ্ন

মান্দায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন পরিদর্শন

  • আপডেট: Saturday, March 15, 2025 - 10:28 pm

মান্দা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মান্দায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন পরিদর্শন করেছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিব আব্দুল আজিজ।

শনিবার দুপুরে উপজেলার হাজীগোবিন্দপুর কমিউনিটি ক্লিনিকে স্থাপিত ক্যাম্পেইন পরিদর্শনকালে এক শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ান তিনি।

এসময় নওগাঁ জেলা সিভিল সার্জন ডা. আমিনুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ আলম মিয়া, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.  আনোয়ারুল ইসলাম, জেলা ইপিআই সুপারিনটেনডেন্ট শফিকুল ইসলাম, মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) আব্দুস সালাম প্রমুখ উপস্থিত ছিলেন।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আনোয়ারুল ইসলাম বলেন, একদিনের ক্যাম্পেইনে ৬ মাস থেকে ৫ বছর বয়সী পর্যন্ত ৪৫ হাজার শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এ জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ ৩৩৭ কেন্দ্র স্থাপন করা হয়েছে।