ঢাকা | মার্চ ১৬, ২০২৫ - ৩:৫০ পূর্বাহ্ন

বিএনপি নেতা আলাউদ্দিন হত্যা মামলার আসামি শিপলু গ্রেপ্তার

  • আপডেট: Saturday, March 15, 2025 - 10:29 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহীর পবা উপজেলার ভুগরইল এলাকার নওহাটা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সহ সভাপতি আলাউদ্দিন হত্যা মামলার এজাহার নামীয় আসামি শিপুলকে গ্রেপ্তার করেছে শাহমখদুম থানা পুলিশ।

শনিবার পুঠিয়া থানার ভাল্লুকগাছি ইউনিয়নে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। রাজশাহীর শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাছুমা মোস্তারী বলেন, গ্রেপ্তার শিপলুকে আজ রোববার রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে তোলা হবে। শিপলু বিএনপি নেতা আলাউদ্দিন হত্যা মামলার এজাহার নামীয় ২ নম্বর আসামি।

এর আগে গেল ১৪ জানুয়ারি দিনগত রাত ১টার দিকে পবা উপজেলার ভুগরইল এলাকায় নিজ বাসায় আলাউদ্দিনকে গুলি করা হয়। ১৫ জানুয়ারি বেলা পৌনে ৩টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে তিনি মারা গেছেন। পরবর্তীতে এ ঘটনায় নগরীর শাহমখদুম থানায় মামলা দায়ের করা হয়।