ঢাকা | মার্চ ১৬, ২০২৫ - ৫:৪১ পূর্বাহ্ন

বাংলাদেশ প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকীতে ইফতার আয়োজন

  • আপডেট: Saturday, March 15, 2025 - 11:03 pm

স্টাফ রিপোর্টার: জাতীয় দৈনিক বাংলাদেশ প্রতিদিনের ১৬ বছরে পদার্পণে রাজশাহীতে ছিল ইফতার মাহফিলের আয়োজন।

শনিবার সন্ধ্যায় নগরীর একটি রেস্টুরেন্টে ইফতারের আয়োজন করা হয়। এতে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।

আয়োজনে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক শাহ আজম শান্তনু, মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের পরিচালক সাইফুল ইসলাম হিরোক, দৈনিক সোনালী সংবাদের সম্পাদক ও এডিটরস ফোরামের সভাপতি লিয়াকত আলী, সাংবাদিক কল্যাণ সমিতির চেয়ারম্যান হাসান মিল্লাত, ওয়েবের বিভাগীয় সভাপতি আনজুমান আরা লিপি,  জাতীয় মহিলা আইনজীবী সমিতির বিভাগীয় প্রধান দিল সিতারা চুনি, রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ মাহফুজ রুবেল, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান, রাজশাহী কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক হবিবুর রহমান, সিনিয়র সাংবাদিক মামুন-অর-রশিদ, জাবীদ অপু, উন্নয়নকর্মী সুব্রত পাল, বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি শামসুল ইসলাম, বরেন্দ্র কলেজের সাবেক অধ্যক্ষ আলমগীর মালেক।