পোনে ৪ লাখ শিশুকে এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়েছে

স্টাফ রিপোর্টার: শনিবার সারাদেশে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন কর্মসূচি পালিত হয়েছে। ক্যাম্পেইনে ৬ থেকে ১১মাস এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের একটি করে বিনামূল্যে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়।
রাজশাহীতে মোট তিন লাখ ৭৪ হাজার ৫০০ শিশু ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর পরিকল্পনা হাতে নেয়া হয়েছিল । গতকাল সকাল ৮টা থেকে শিশুদের ভিটামিন-এ প্লাস ক্যাপসুল খাওয়ানো শুরু হয়ে চলে বিকাল ৪টা পর্যন্ত ।
সকালে রাজশাহী খ্রীস্টিয়ান মিশন হাসপাতাল কেন্দ্রে শিশুদের ভিটামিন খাওয়ানোর কার্যক্রম পরিদর্শন করেছেন রাজশাহী বিভাগীয় কমিশনার ও রাসিক প্রশাসক খোন্দকার আজিম আহমেদ, এনডিসি। পরিদর্শনকালে রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার, খ্রীস্টিয়ান মিশন হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা প্রদীপ চাঁদ মন্ডল উপস্থিত ছিলেন।
পরে রাসিক প্রশাসক খ্রীস্টিয়ান মিশন হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ও অন্যান্য কার্যক্রম পরিদর্শন করেন। এসময় আরও উপস্থিত ছিলেন রাজশাহী অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মহিনুল হাসান, মিশন নার্সিং ইনস্টিটিউটের প্রিন্সিপ্যাল সুলতা দং, ম্যানেজার ক্লেমেন্ট অরুন মন্ডল, পাবলিক রিলেশন অফিসার নোয়েল পার্থ চ্যাটার্জী, রাসিকের ফুড অ্যান্ড স্যানিটেশন অফিসার শেখ আরিফুল হক, সহকারী জনসংযোগ কর্মকর্তা রকিবুল হক তুহিন ও স্বাস্থ্যকর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে জেলা সিভিল সার্জনের কার্যালয় জানিয়েছে, সিটি কর্পোরেশন বাদে রাজশাহী ৯টি উপজেলায় ৬ থেকে ১১মাস বয়সী ৩৩ হাজার শিশুকে একটি নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী দুই লাখ ৭২ হাজার শিশুকে লাল রঙের একটি করে ক্যাপসুল খাওয়ানো হয়। জেলার ২ হাজার ২০১টি কেন্দ্রে টিকা খাওয়ানো কার্যক্রম চলে।
সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এএফএম আঞ্জুমান আরা বেগম জানিয়েছেন, সিটি কর্পোরেশন এলাকায় ৬ থেকে ১১ মাস বয়সী ৮ হাজার ৭১৫জন শিশুকে এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৫৭ হাজার ৯০৫ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়। নগরীর ৩০টি ওয়ার্ডে ৩৮৪টি কেন্দ্রে একযোগে এই কার্যক্রম চলে।
জেলার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মাহবুবা খাতুন জানান, ভিটামিন ‘এ’ শুধু অপুষ্টিজনিত অন্ধত্ব থেকে শিশুদের রক্ষা করে তাই নয়, ভিটামিন এ শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ও শিশুর মৃত্যু ঝুঁকি কমায়। আগামী প্রজন্মকে সুস্থ ও সবলভাবে গড়ে তুলতে কোনো শিশু যেন এ কার্যক্রম থেকে বাদ না পড়ে সে বিষয়ে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।