ঢাকা | মার্চ ১৬, ২০২৫ - ৫:০৯ পূর্বাহ্ন

দামকুড়ায় জামায়াতের আলোচনা ও ইফতার

  • আপডেট: Saturday, March 15, 2025 - 11:26 pm

স্টাফ রিপোর্টার: শনিবার বিকালে জামায়াতে ইসলামীর উদ্যোগে দামকুড়া ইউনিয়নে মাহে রমজানের তাৎপর্য বিষয়ক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজশাহী-৩ (পবা- মোহনপুর) সংসদীয় আসনের মনোনীত প্রার্থী অধ্যাপক আবুল কালাম আজাদ। দামকুড়া থানা হরিপুর ইউনিয়ন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজনে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরী সহকারী সেক্রেটারি অধ্যক্ষ শাহাদাৎ হোসাইন। বাংলাদেশ জামায়াতে ইসলামী হরিপুর ইউনিয়নের আমির মাওলানা শরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী দামকুড়া থানা আমির আলহাজ্ব হাফেজ আতাউর রহমান, আমির অ্যাডভোকেট সেলিম রেজা মাসুম। উপস্থিত হরিপুর ইউনিয়ন ও ওয়ার্ড নেতৃবৃন্দ ও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ।