ঢাকা | মার্চ ১৬, ২০২৫ - ২:০৫ পূর্বাহ্ন

জমে উঠেছে আরডিএ মার্কেটের ঈদের বাজার

  • আপডেট: Saturday, March 15, 2025 - 10:22 pm

কবীর তুহিন: ঈদ উপলক্ষে জমে উঠেছে রাজশাহী নগরীর প্রাণকেন্দ্র আরডিএ মার্কেট। তৈরি পোশাক মানসম্মত ও দামে সাশ্রয় হওয়ায় নগরবাসীসহ আশপাশের বিভিন্ন উপজেলা থেকে আরডিএ মার্কেটে ঈদের কেনাকাটা করতে ভিড় জমান অনেক পরিবার।

আরডিএ মার্কেটের ব্যবসায়ীরা জানান, গত শুক্রবার থেকে মূলত বেচাকেনা জমে উঠেছে। ১২ রোজা পর্যন্ত আমাদের আরডিএ মার্কেটে তেমন বেচাকেনা ছিল না বললেই চলে। তবে গত কয়েক বছরের তুলনায় এবার ঈদের ব্যবসা ভালো না।

মা মরিয়মের স্বত্বাধিকারী পলক বলেন, এবারের মত খারাপ ব্যবসায় আগে কখনো হয়নি। তিনি এর প্রধান কারণ হিসেবে তুলে ধরেন শিক্ষা প্রতিষ্ঠানগুলো রোজার আগেই ছুটি দেয়া। এই নগরীর ব্যবসা মূলত শিক্ষার্থীদের নিয়ে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে গেলে জনমানব শূন্য হয়ে পড়ে রাজশাহী নগরী। এর প্রভাব প্রতিটি ব্যবসার ক্ষেত্রেই লক্ষ্য করা যায়।

পলক আরও বলেন, তাদের শো-রুমে সব রেডিমেড পোশাক। এবার তাদের সংগ্রহের মধ্যে পাকিস্তানি ক্যাচ মেলনের চাহিদা বেশি। ক্যাচ মেলনের মূল্য ২২ শত থেকে ৬ হাজার। এছাড়াও পাকিস্তানি  জর্জেট, যার মূল্য ৩২শত থেকে ৭ হাজার টাকা।

আরডিএ মার্কেটের অনেক ব্যবসায়ী বলেন, সরকার পরিবর্তনের কারণে বাংলাদেশ এখন ভারতের ওপর নির্ভরশীল নেই। সীমান্ত বন্ধ থাকায় ভারতের তৈরি কোন পোশাক দেশে আসছে না। ফলে এ বছর ভারতের কোন পণ্য না আসায় ক্রেতাদের কাছে আমাদের দেশের তৈরি পোশাকের চাহিদা অনেক বেড়েছে। তাছাড়া এবার পাকিস্তানি পোশাকের চাহিদা নারী ক্রেতাদের কাছে বেড়েছে।

সরজমিনে আরডিএ মার্কেটে গিয়ে দেখা যায়, মেয়েদের রেডিমেড পোশাক বেশি বিক্রি হচ্ছে। এছাড়াও বাচ্চা ছেলে-মেয়েদের রেডিমেড পোশাক বিক্রি হচ্ছে। আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে চলতি বছর উন্নতমানের এসি কটন, লিলেন, জর্জেট, ইউনিটিকা, জিমিচু, জিপ্পু ও টিস্যু কাপড় দিয়ে নতুন ডিজাইনের ভিন্ন ধাঁচের পোশাক রয়েছে তাদের শো-রুমে।

এছাড়া ক্রেতাদের পছন্দ অনুযায়ী ডিজিটাল প্রিন্ট, এমব্রয়ডারি ও সিকোয়েন্সসহ নানা ধরনের ফ্যান্সি ফ্যাশনের আকর্ষণীয় পোশাকও আরডিএ মার্কেটের প্রতিটি দোকানের কালেকশনে রয়েছে। স্বল্পমূল্যের পোশাক থেকে শুরু করে অনেক দামী দামী পোশাক পাওয়া যায় এই মার্কেটে।

ছেলেদের পোশাকের শো-রুমগুলোতে জিন্স প্যান্ট, শার্ট ও গেঞ্জি কিনতে তরুণদের অনেক ভিড়। ইয়লো চয়েস এর স্বত্বাধিকারী বেঞ্জির বলেন, তাদের শো-রুমের বেশির ভাগ ক্রেতা তরুন। এখানে জিন্স প্যান্ট ৭শ থেকে ১৩শত টাকা, শার্ট ৪শ থেকে ৮শত, গেঞ্জি ৪শ থেকে ৬শত টাকায় বিক্রি হচ্ছে।

আরডিএ মার্কেটে ঈদের কেনাকাটা করতে আসা ক্রেতারা জানান, বৃহত্তর রাজশাহী নগরীর আরডিএ মার্কেট এমন একটি মার্কেট যেখানে আসলে আমাদের ঈদের কেনাকাটা সব কিছু এখানেই পেয়ে যায়। আমাদের আর অন্য কোন মার্কেটে ঘুরাঘুরি করতে হয় না। ক্রেতারা আরও বলেন, আরডিএ মার্কেটে পণ্যের দাম নগরীর অন্যান্য মার্কেটের চেয়ে তুলনামূলক অনেক কম।