ঢাকা | এপ্রিল ২১, ২০২৫ - ২:৩২ অপরাহ্ন

সাপাহারে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে বকনা গরু বিতরণ

  • আপডেট: Friday, March 14, 2025 - 12:22 am

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: সাপাহার উপজেলায় সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন ও জীবনমান বৃদ্ধির লক্ষ্যে ৬৫টি গরু বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় এই গরু বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।

উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চত্বরে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. গোলাম রাব্বানী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গরু বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সাপাহার উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম আহমেদ।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান (টকি), পল্লী উন্নয়ন অফিসার আলমগীর হোসেন, সমাজসেবা কর্মকর্তা দেলোয়ার হোসেন প্রমুখ।