ঢাকা | মার্চ ১৫, ২০২৫ - ৪:৫১ পূর্বাহ্ন

রাবিতে ঈদের নতুন পোশাক পেল দেড় শতাধিক পথশিশু

  • আপডেট: Friday, March 14, 2025 - 10:10 pm

স্টাফ রিপোর্টার: প্রায় দেড় শত পথশিশুর মাঝে নতুন পোশাক ও উপহার সামগ্রী বিতরণ করেছে রাজশাহী বিভাগ ইউনাইটেড ন্যাশনস ইয়ুথ অ্যান্ড স্টুডেন্ট  অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ।

শুক্রবার বিশ্ববিদ্যালয়ের শহিদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে (টিএসসিসি) পথশিশুদের মাঝে এ নতুন পোশাক তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মাঈন উদ্দিন ও উপ-উপাচর্য  ( শিক্ষা) অধ্যাপক ড. ফরিদ উদ্দীন খান।

ঈদ আনন্দ সবার মাঝে ভাগাভাগি করতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ও শুভাকাঙ্খীদের কাছ থেকে অর্থ সংগ্রহ করে রাজশাহী নগরীর বিভিন্ন এলাকা থেকে পথশিশুদের একত্রিত করে এসব পোশাক ও উপহার সামগ্রী বিতরণ করেন তারা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাবির অফিস অব দ্যা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স’র পরিচালক ড. সাজ্জাদুর রহিম ও সংগঠনটির উপদেষ্টা অধ্যাপক জহুরুল হক আনিস।