ঢাকা | মার্চ ১৪, ২০২৫ - ২:৫৯ পূর্বাহ্ন

রহনপুরে সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার

  • আপডেট: Friday, March 14, 2025 - 12:13 am

গোমস্তাপুর (চাঁপাই) প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী গোমস্তাপুর উপজেলা ও রহনপুর পৌরসভা শাখা আয়োজনে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বিকাল পাঁচটায় রহনপুর আলমিজান সুপার মার্কেটে সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আমির ইমামুল হুদা। বক্তব্য রাখেন জেলা সহ সেক্রেটারি মিজানুর রহমান, জেলা কর্মপরিষদ সদস্য তরিকুল ইসলাম বকুল।

উপজেলা সেক্টেটারি মাওলানা মসিউর রহমান, সাবেক আমীর শাহ আলম, রহনপুর  পৌর আমির মনিরুজ্জামান, সেক্রেটারি মানিক রাহয়ান, জেলা পূর্ব  ছাত্র শিবির সেক্রেটারি আব্দুলল্লাহ প্রমুখ।

সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাব সভাপতি আতিকুল ইসলাম আজম, নাহিদ ইসলাম, নুর মোহাম্মদ, শাহীন আলম, সামিরুল ইসলাম, ইয়াহিয়া খান রুবেল। আলোচনা শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া করা হয়।