গোদাগাড়ীতে জামায়াতের ইফতার

গোদাগাড়ী প্রতিনিধি: রাজশাহীর গোদাগাড়ীতে শিক্ষক ও ব্যবসায়ীদের সম্মানে আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর গোদাগাড়ী পৌরসভা শাখা।
বৃহস্পতিবার বিকালে গোদাগাড়ী মডেল মসজিদ মিলনায়তনে গোদাগাড়ী পৌর জামায়াতের সভাপতি আনারুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শওকত আলীর সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ড. সেতাউর রহমান প্রফেসর আরবি বিভাগ ও কোষাধ্যক্ষ রাকসু রাজশাহী বিশ্ববিদ্যালয়।
বিশেষ অতিথি প্রফেসর আব্দুল খালেক, রাজশাহী জেলা আমির ও ড.ওবায়দুল্লাহ সভাপতি বাংলাদেশ শিক্ষা ফেডারেশন রাজশাহী জেলা শিক্ষা ও গবেষণা সম্পাদক অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সভাপতি শ্রমিক কল্যাণ ফেডারেশন প্রফেসর মোখলেসুর রহমান, ইসলামী ফাউন্ডেশন এর সুপারভাইজার নূরুল ইসলাম প্রমুখ।