ঢাকা | মে ১৪, ২০২৫ - ৬:৩১ অপরাহ্ন

শিরোনাম

খালুর বিরুদ্ধে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ

  • আপডেট: Friday, March 14, 2025 - 12:29 am

বগুড়া প্রতিনিধি: এবার বগুড়ায় খালুর বিরুদ্ধে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে শাজাহানপুর উপজেলার আশেকপুর ইউনিয়নের চাঙ্গুইর গ্রামে। বৃহস্পতিবার সকালে ওই প্রতিবন্ধী নারীর পরিবার থানা পুলিশে সংবাদ দিলে পুলিশ ডাক্তারি পরীক্ষার জন্য ওই নারীকে হাসপাতালে ভর্তি করে।

অভিযুক্তের নাম মো. হাসান আলী (৩৫)। তিনি বগুড়া সদর উপজেলার ফাঁপোড় ইউনিয়নের পূর্ব পাটিতাপাড়া এলাকার হাকিমুদ্দিনের ছেলে। এছাড়াও তিনি ধর্ষণের শিকার ওই নারীর খালু। এ ঘটনায় মামলা দায়েরের পর থেকেই তিনি পলাতক রয়েছেন। শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াদুদ আলম এসব তথ্য নিশ্চিত করেছেন।

মামলার বরাত দিয়ে পুলিশের এ কর্মকর্তা জানান, ওই প্রতিবন্ধী নারী তার খালা-খালুর সঙ্গে একই ঘরে পৃথক বিছানায় থাকতেন। গত মঙ্গলবার (১১ মার্চ) রাতে ঘুমন্ত প্রতিবন্ধী নারীর বিছানায় গিয়ে শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেয় খালু হাসান।

এসময় সে চিৎকার করলে তার মুখ চেপে ধরে এবং চাকু ধরে মেরে ফেলার হুমকি দিয়ে ধর্ষণ করেন। পরদিন বুধবার (১২ মার্চ) সকালে বিষয়টি পরিবারের সদস্যদের জানায় ওই প্রতিবন্ধী নারী।

পরে বৃহস্পতিবার সকালে ওই প্রতিবন্ধী নারীর পরিবার থানা পুলিশে সংবাদ দিলে পুলিশ ডাক্তারি পরীক্ষার জন্য ওই নারীকে হাসপাতালে ভর্তি করে। তিনি আরও জানান, এ ঘটনায় শাজাহানপুর থানায় ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে। আসামি পলাতক থাকলেও তাকে ধরতে পুলিশ অভিযান শুরু করেছে।

Hi-performance fast WordPress hosting by FireVPS