ঢাকা | মার্চ ১৫, ২০২৫ - ৫:১২ পূর্বাহ্ন

পুঠিয়ায় চোর চক্রের দুই সদস্য গ্রেপ্তার

  • আপডেট: Friday, March 14, 2025 - 9:28 pm

পুঠিয়া প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়ায় নাটোর জেলা গোয়েন্দা পুলিশের সহযোগিতায় চোর চক্রের দুইজন সদস্যকে গ্রেপ্তার করেছে পবা হাইওয়ে থানা পুলিশ।

আটককৃতরা হলো- পুঠিয়ার উপজেলার গণ্ডগোহালী গ্রামের আবু বক্করের ছেলে সালমান হোসেন সোহান (২৫) ও চারঘাট উপজেলার ঝিকরা গ্রামের রেজাউলের ছেলে নাঈম হোসেন (১৯)। বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া বারোটার দিকে ঢাকা-রাজশাহী মহাসড়কের গাওপাড়া ঢালান বাজার এলাকায় চেকপোস্ট থেকে তাদের আটক করা হয়।

পবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হক শুক্রবার দুপুরে জানান, রাজশাহী হতে নাটোরগামী একটি মোটরসাইকেলকে সন্দেহ হলে থামার সংকেত দিলে তারা বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে পালানোর চেষ্টাকালে মোটরসাইকেল সহ তাদের আটক করা হয়।

পরবর্তীতে তাদের জিজ্ঞাসাবাদে জানা যায় তারা চোর চক্রের সদস্য। তিনি আরও বলেন, সালমান হোসেন সোহানের বিরুদ্ধে পাঁচটি চুরি মামলা ও একটি ডাকাতি মামলা রয়েছে। এই বিষয়ে আইনগত ব্যব¯’া প্রক্রিয়াধীন রয়েছে।