ঢাকা | এপ্রিল ২২, ২০২৫ - ২:০৯ পূর্বাহ্ন

জমি সংক্রান্ত বিষয়ে প্রতিবন্ধীর সংবাদ সম্বেলন

  • আপডেট: Friday, March 14, 2025 - 12:17 am

ভোলাহাট (চাঁপাই) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে জমি-জমা সংক্রান্ত বিষয়ের জের ধরে দীর্ঘদিন ধরে দ্বারে দ্বারে ধর্ণা দিয়েও কোন সুরাহা পায়নি প্রতিবন্ধী আব্দুর রাকিব। সংশ্লিষ্ট প্রশাসনে বিচার চেয়ে ব্যর্থ হয়ে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় ভোলাহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন তিনি।

লিখিত বক্তব্যে থানায় অভিযোগপত্র পাঠকালে প্রতিবন্ধী রাকিব বলেন, দীর্ঘদিন ধরে নানা অজুহাত দেখিয়ে আমার জমি সংলগ্ন আরেক জমির মালিক সেলিম রেজা আমার জমি কেনার জন্য বারবার প্রস্তাব দিতে থাকে। আমি রাজী না হলে গত ২৫ ফেব্রুয়ারি জমিতে থাকা অবস্থায় সেলিম ও তার দলবল নিয়ে পুর্ব পরিকল্পিতভাবে অতর্কিতে হামলা চালায়।

সে সময় আমাকে একা পেয়ে অকথ্য ভাষায় গারিগালাজসহ আমাকে জমি বিক্রির বল প্রয়োগ করে আমাকে ধাক্কাধাক্কিসহ মারপিট শুরু করে। এসময় আমি বেকায়দায় পড়ে চিৎকার করি। সে সময় কিছু স্থানীয়রা ঘটনাস্থলে এসে ঘটনার পরিবেশ শান্ত করে। পরে সেলিম ও তার দলবলের লোকেরা উপস্থিত জনতার সামনেই বিবাদী ও তার সাথের লোকেরা আমাকে প্রাণনাশের হুমকিসহ নানা ভয়ভীতি দেখায়।

এ ব্যাপারে বিবাদী সেলিম রেজার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমার বিরুদ্ধে অভিযোগটির ঘটনা সম্পূর্ণ সাজানো, মিথ্যা, বানোয়াট ও উদ্দ্যেশ্য প্রণোদিত। আমাকে ফাঁসানোর পাঁয়তারা করা হয়েছে। মূলত জমিটির সকল মূল কাগজপত্র আমার কাছে আছে। আব্দুর রাকিবের কাছে কাগজ থাকলেও জমির পরিমানের মিশটেকের ব্যাপার রয়েছে বলে তিনি জানান।