ঢাকা | মার্চ ১৩, ২০২৫ - ৪:৫৬ পূর্বাহ্ন

সাত মাস পরও রাজনৈতিক ধুম্রজাল সৃষ্টি করে রাখা হয়েছে- সালাম

  • আপডেট: Thursday, March 13, 2025 - 12:18 am

স্টাফ রিপোর্টার: ৫ আগস্টের সাত মাস পরও রাজনৈতিক ধুম্রজাল সৃষ্টি করে রাখা হয়েছে। একটি মহল চেষ্টা করছেন বিএনপিকে দোষারোপ করে জনবিচ্ছিন্ন করার। কিন্ত সেই অপচেষ্টা সফল হবে না। আওয়ামী ফ্যাসিবাদকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে।

গতকাল বুধবার নগরীর সিএন্ডবির মোড়ে একটি হোটেলে রাজশাহী বিভাগের অন্তর্গত জেলাভিত্তিক বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের প্রেস ব্রিফিংকালে এই কথাগুলো বলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা বীরমুক্তিযোদ্ধা আব্দুস সালাম।

তিনি বলেন, বিএনপি’র সব আসনের মালিক হচ্ছেন তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাঁরা যাদের মনোনয়ন দেবেন তাঁদের হয়ে সবাইকে কাজ করতে হবে। তিনি আরও বলেন, বিএনপি একটি বৃহৎ দল। এই দলে প্রতিযোগিতা থাকবেই। কোথাও কোথাও একটু একটু ঝামেলা হচ্ছে তবে এটা থাকবেনা বলে উল্লেখ করেন তিনি।

প্রধান অতিথি আরও বলেন, পুরো বিভাগের নেতাদের সাথে নিয়ে পর্যালোচনা সভা করা হয়েছে। সেখানে স্পস্ট ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা মেনে চলার কথা বলা হয়েছে। সাংদিকদের প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, বিগত ফ্যাসিস্ট আমলে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা রাস্তায় নামতে পারতেন না।

কমিটি করবেন কিভাবে। তবে এখন শুরু  হয়েছে। সম্পূর্ন গণতান্ত্রিক উপায়ে কাউন্সিলের মাধ্যমে কমিটি গঠন করা হবে বলে জানান তিনি। তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী দল একটি স্বাতন্ত্র দল। তারা কি করছে বিএনপি তা নিয়ে কোন মন্তব্য করতে চাননা বলে উল্লেখ করেন তিনি।  তিনি আরও বলেন, দেশের চলমান পরিস্থিতি ভাল নয়। এজন্য দ্রুত সময়ের মধ্যে জাতীয় নির্বাচন দিয়ে একটি নির্বাচিত সরকারের নিকট ক্ষমতা হস্তান্তর করার আহ্বান জানান তিনি।

বিএনপি রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী, কৃষক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন, যুবদল, কেন্দ্রীয় নির্বাহী কমিটি সাধারণ সম্পাদক, মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সিনিয়র যুগ্ম সম্পাদক শ্যামল মালুম।

বিএনপি জাতীয় নির্বাহী কিমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন ও আমিরুল ইসলাম খান আলীম এর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য রাজশাহী জেলা বিএনপি’র আহ্বায়ক আবু সাইদ চাঁদ, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য রাজশাহী জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম মার্শাল, রাজশাহী মহানগর বিএনপি আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা, সদস্য সচিব মামুন অর রশিদ  মামুন, জেলা বিএনপি’র সদস্য সচিব অধ্যাপক বিশ্বনাথ সরকার, সদস্য গোলাম মোস্তফা মামুন, মগানগর যুবদলের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন, সিনিয়রর যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম জনি, সদস্য সচিব রফিকুল ইসলাম রফিক, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মীর তারেক, সদস্য সচিব আসাদুজ্জামান জনি , মহানগর কৃষক দলের আহ্বায়ক শরফুজ্জামামান শামীম ও জেলা কৃষক দলের আহ্বায়ক শফিকুল আলম সমাপ্ত ও মহানগর ছাত্রদলের সভাপতি আকবর আলী জ্যাকিসহ বিভাগীয় ও বিভিন্ন জেলা ও মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।