ঢাকা | মার্চ ১৪, ২০২৫ - ৭:৫৪ অপরাহ্ন

লালপুরে অস্ত্রসহ আটক ১

  • আপডেট: Thursday, March 13, 2025 - 10:35 pm

লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে দেশীয় অস্ত্র ও ৮ রাউন্ড তাজা গুলিসহ মেহেদী হাসান আরিফ (৩৫)নামে এক যুবকে আটক করেছেন লালপুর থানা পুলিশ।  জানা যায়, উপজেলার মোহরকয়া গ্রামের শহিদুল মণ্ডলের ছেলে আলম মণ্ডল (৫০) সাথে কিছুদিন ধরে তার স্ত্রী মনোমালিন্য চলছিলো।

গত বুধবার (১২ মার্চ) দিবাগত রাত ১১টার দিকে বিষয়টি নিষ্পত্তির জন্য আলমের শ্বশুরবাড়ির লোকজন তার বাড়িতে আসলে আলোচনার একপর্যায়ে মারামারি শুরু হয়। এসময় আলোমের স্ত্রী বেলির চাচাতো ভাই জিয়া ও সাকিব আলমের বাড়িতে আটকা পড়েন।

এ খবর শুনে বালিতিতা ইসলামপুর গ্রামের সেকেন্দার আলীর ছেলে মেহেদী হাসান আরিফ তাদেরকে উদ্ধার করতে গেলে তিনিও আটকা পড়েন।

এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হক বলেন, আলমের আত্মীয় স্বজন পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে মেহেদী হাসান আরিফকে একটি দেশীয় অস্ত্রসহ (রিভলবার) আটক করে পুলিশ। পরে তাকে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

তার বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করে পুলিশ স্কটের মাধ্যমে বৃহস্পতিবার বিকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

Proudly Designed by: Softs Cloud