বোয়ালিয়া থানা বিএনপি’র কমিটি ঘোষণা

স্টাফ রিপোর্টার: বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। বুধবার বিকালে নগরীর রামচন্দ্রপুর বাশার রোড মাঠ প্রাঙ্গনে বোয়ালিয়া থানা (পূর্ব) বিএনপির আয়োজনে এই দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন হয়।
অনষ্ঠানে বোয়ালিয়া থানা বিএনপির আহ্বায়ক আশরাফুল ইসলাম নিপুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা বীরমুক্তিযোদ্ধা আব্দুস সালাম। দোয়া শেষে আশরাফুল ইসলাম নিপুকে সভাপতি, আলাউদ্দিনকে সাধারণ সম্পাদক ও খোরশেদ আলমকে সাংগঠনিক সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়। সেই সাথে দ্রুত সময়ের মধ্যে পুর্ণাঙ্গ কমিটি করে মহানগর কমিটির নিকট জমা দিতে বলা হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য রাজশাহী জেলা বিএনপি’র আহ্বায়ক আবু সাইদ চাঁদ, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য রাজশাহী জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম মার্শাল, রাজশাহী মহানগর বিএনপি আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা, সদস্য সচিব মামুন অর রশিদ মামুন, জেলা বিএনপি’র সদস্য সচিব অধ্যাপক বিশ্বনাথ সরকার, যুগ্ম আহ্বায়ক ওয়ালিউল হক রানা, আসলাম সরকার,শফিকুল ইসলাম শাফিক, বজলুল হক মন্টু ও জয়নাল আবেদীন, মহানগর যুবদলের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটনসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতাকর্মীবৃন্দ।