ঢাকা | মে ১৬, ২০২৫ - ২:২১ পূর্বাহ্ন

শিরোনাম

বড়াইগ্রামে বিএনপি নেতার বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ

  • আপডেট: Thursday, March 13, 2025 - 10:22 pm

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে বিএনপি নেতার বাড়ি থেকে নগদ দুই লাখ টাকা চুরি করে নিয়ে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। এতে বাড়ির পাঁচটি কক্ষ ও এসব কক্ষে থাকা সব মালামাল পুড়ে গেছে।

এ ঘটনায় বৃহস্পতিবার থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। এর আগে বুধবার সন্ধ্যায় ইফতারের পূর্ব মুহূর্তে উপজেলার দাসগ্রামে চান্দাই ইউনিয়ন বিএনপির সদ্য সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল টিপুর বাড়িতে এ ঘটনা ঘটে।

বিএনপি নেতা আব্দুল আউয়াল টিপু জানান, বুধবার বিকালে তিনি বাড়ির সবাইকে নিয়ে পাশের ভান্ডারদহ গ্রামে জামাই বাড়িতে ইফতারির দাওয়াতে যান। ইফতারের ঠিক পূর্ব মুহূর্তে তার বাড়িতে আগুন লেগেছে বলে মোবাইলে খবর পান তিনি। পরে দ্রুত ফিরে এসে প্রতিবেশীদের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

আগুনে বাড়ির পাঁচটি কক্ষ পুড়ে গেলেও শোবার ঘরের বিছানাসহ অন্যান্য অংশ রক্ষা পায়। এ সময় তিনি শোবার ঘরে আগুন না লাগা অংশে লুকিয়ে রাখা নগদ দুই লাখ টাকার খোঁজ করে দেখেন সেগুলো নেই।

কে বা কারা দেয়াল টপকে ভেতরে ঢুকে টাকাগুলো চুরি করে নিয়ে গেছে এবং যাবার সময় বাড়িতে আগুন লাগিয়ে দিয়ে গেছে বলে তিনি দাবি করেন। এর আগে গত ৮ সেপ্টেম্বর স্থানীয় বিএনপির দুই গ্রুপের দ্বন্দ্বের জেরে তার বাড়িঘর ভাঙচুর ও লুটপাট হয়েছিল বলেও জানান তিনি।

এ বিষয়ে বড়াইগ্রাম থানার উপ-পরিদর্শক (ডিউটি অফিসার) তরিকুল ইসলাম জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Hi-performance fast WordPress hosting by FireVPS