ঢাকা | মার্চ ১৪, ২০২৫ - ১:৫৯ পূর্বাহ্ন

নাটোরে সমকাল প্রতিনিধিকে গ্রেপ্তারের পর জামিনে মুক্তি

  • আপডেট: Thursday, March 13, 2025 - 10:38 pm

নাটোর প্রতিনিধি: নাটোরের সিংড়ায় তথ্য চাওয়া নিয়ে উপজেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আসাদ আলী মোল্লার সঙ্গে বাগবিতণ্ডার জেরে গ্রেপ্তার দৈনিক সমকালের সিংড়া উপজেলা প্রতিনিধি আব্দুর রশিদকে জামিন দিয়েছে আদালত।

তবে পুলিশ চাঁদাবাজি ও মারপিটের অভিযোগে গত বছর উপজেলার ইতালি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আনিসুর রহমানের করা মামলায় রশিদকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করে।

গতকাল সাংবাদিক রশিদের সিংড়া স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি পদে থাকার অভিযোগে ডেভিল হান্টের অভিযানে গ্রেপ্তার করার কথা জানিয়েছিলেন, সিংড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আসমাউল হক।

বৃহস্পতিবার দুপুর দেড়টায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এম সারোয়ার জাহানের আদালতে হাজির করা হয় সাংবাদিক আব্দুর রশিদকে। এসময় রশিদের পক্ষে জামিন চান তার আইনজীবী। আদালত জামিন মঞ্জুর করেন। এর আগে গত বুধবার (১২ মার্চ) সন্ধ্যার পর সিংড়া উপজেলা পরিষদ চত্বর থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। কর্মসূচিতে জেলার সাংবাদিক ছাড়াও বিভিন্ন উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন। তারা অবিলম্বে সিংড়ায় গ্রেপ্তার দৈনিক সমকাল প্রতিনিধি আব্দুর রশিদকে নিঃশর্ত মুক্তি, উপজেলা প্রশাসনের প্রশাসনিক কর্মকর্তা আসাদুজ্জামান মোল্লাকে বরখাস্ত, সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার প্রত্যাহার, সিংড়া ইউএনও’র বদলির এবং নাটোর আদালতে কর্তব্যরত গণমাধ্যম কর্মীদের উপরে বরখাস্তকৃত এসপির হামলার বিচার দাবি করা হয়।

সেই সঙ্গে নারী নির্যাতন মামলার আসামি ওই বরখাস্তকৃত এসপিকে কেন হ্যান্ডকাপ ছাড়া আদালতের জিআরও চেয়ারে বসানো হলো তার সুস্পষ্ট ব্যাখ্যা চাওয়া হয়। অবিলম্বে এ সকল দাবি মেনে নেয়া না হলে নাটোর জেলাসহ সারাদেশে বৃহত্তর কর্মসূচি দেয়ার হুঁশিয়ারি দেন তারা।

এই কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করেন নাটোর জেলা স্বার্থ সংরক্ষণ কমিটির নেতৃবৃন্দ।