ঢাকা | মার্চ ১৪, ২০২৫ - ৪:০১ অপরাহ্ন

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে রিয়াল

  • আপডেট: Thursday, March 13, 2025 - 8:46 pm

অনলাইন ডেস্ক: ঢাকা, ১৩ মার্চ ২০২৫ (বাসস) : পেনাল্টি শ্যুট আউটে জুলিয়ান আলভারেজের শটটি বিতর্কিত ভাবে বাতিল হওয়ায় এ্যাথলেটিকো মাদ্রিদকে পরাজিত করে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ। দিনের অপর ম্যাচগুলোতে জয়ী হয়ে শেষ আটে উঠেছে আর্সেনাল, এ্যাস্টন ভিলা ও বরুসিয়া ডর্টমুন্ড।

শেষ ষোলর দ্বিতীয় লেগে এ্যাথলেটিকো মাদ্রিদ ১-০ গোলে জয়ী হওয়ায় দুই লেগ মিলিয়ে ২-২ গোলে সমতায় ছিল দু’দল। যে কারনে ফলাফল নিষ্পত্তির জন্য টাই ব্রেকারের প্রয়োজন হয়।

কিন্তু আলভারেজের শটটি রেফারির বিতর্কিত সিদ্ধান্তে বাতিল হলে এ্যাথলেটিকোর কপাল পুড়ে। পেনাল্টিতে রিয়াল ৪-২ ব্যবধানে জয়ী হয়।

এর আগে ২৭ সেকেন্ডে কনর গালাহারের গোলে মেট্রোপলিটানো স্টেডিয়ামে এ্যাথলেটিকো লিড নিয়েছিল। এই গোলেই স্বাগতিকরা দুই লেগের সমতায় ফিরে। গত সপ্তাহে রিয়াল প্রথম লেগে ২-১ ব্যবধানে জয়ী হয়েছিল।

দ্বিতীয় লেগের পুরো ৯০ মিনিট বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল কোন গোল করতে পারেনি।যদিও দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময় পেনাল্টির সুযোগ পেয়েছিল রিয়াল।

ডি বক্সের ভিতর কিলিয়ান এমবাপ্পেকে ফাউলের অপরাধে ক্লেমেন্ট ল্যাঙ্গেলেটের বিরুদ্ধে পেনাল্টি উপহার পায় গ্যালাকটিকোরা। ৭০ মিনিটে ভিনিসিয়াস জুনিয়রের শটটি বারের উপর দিয়ে চলে না গেলে ম্যাচের নাটকীয়তা হয়তো তখনই শেষ হয়ে যেত। অতিরিক্ত সময়েও আর কোন গোল না হওয়ায় টাই ব্রেকারে গড়ায় দুই স্প্যানিশের লড়াই।

এ্যাথলেটিকোর হয়ে দ্বিতীয় শটটি করতে আসেন আলভারেজ। স্পট কিক থেকে তিনি গোলও করেছিলেন। কিন্তু ভিএআরের সহায়তায় রেফারি জানান শটটি নিতে নিয়ম লঙ্ঘন করায় আলভারেজের গোল বাতিল করা হয়েছে।

শটটি নেওয়ার সময় আলভারেজের বাঁ পা একটু পিছলে গিয়েছিল। ডান পায়ে শট নেওয়ার আগে আলভারেজের বাঁ পা লেগেছে বলে, যেটা নিয়মের পরিপন্থী। টাইব্রেকার শট নেওয়ার সময় বল একবারই টাচ করা যাবে।

এ্যাথলেটিকোর হয়ে মার্কোস লোরেন্টের শট বারে লাগে, রিয়ালের লুকাস ভাসকুয়েজ গোল করতে ব্যর্থ হন। শেষ পর্যন্ত এন্টোনিও রুডিগারের গোলে রিয়ালের জয় নিশ্চিত হয়।

রিয়ালের ফেডেরিকো ভালভার্দে ম্যাচ শেষে বলেছেন, ‘আমরা পেনাল্টিতে জয়ী হয়েছি ঠিকই, কিন্তু স্নায়ুচাপের কারনে শেষের দিকে আমরা প্রচন্ড পরিশ্রান্ত হয়ে পড়েছিলাম। বিষয়টি মোটেই সহজ ছিলনা, এজন্য ঈশ্বরকে ধন্যবাদ।’

রেকর্ড ১৫ বারের ইউরোপীয়ান চ্যাম্পিয়ন রিয়াল এনিয়ে গত ১২ মৌসুমে পাঁচবার এ্যাথলেটিকোর সাথে চ্যাম্পিয়ন্স লিগে মুখোমুখি হলো। প্রতিবারই রিয়ালই জয় নিয়ে মাঠ ছেড়েছে, এর মধ্যে দুটি আবার পেনাল্টিতে।

এ্যাথলেটিকোর গোলরক্ষক ইয়ান ওবলাক বলেছেন, ‘এটি সত্যিই দু:খজনক। আমরা অসাধারণ ম্যাচ খেলেছি। কিন্তু দূর্ভাগ্যবশত: শেষ পর্যন্ত ভাগ্য সহায় ছিলনা।’

শেষ আটে কার্লো আনচেলত্তির প্রতিপক্ষ আর্সেনাল। ২০০৬ সালের পর প্রথমবারের মত ইংলিশ জায়ান্টদের মুখোমুখি হতে যাচ্ছে রিয়াল।

গত সপ্তাহে নেদারল্যান্ডে পিএসভি এইনডোভেনকে ৭-১ গোলে বিধ্বস্ত করার পর দ্বিতীয় লেগে গানার্সদের শেষ আটের টিকেট পাওয়া সময়ের ব্যপার ছিল। এমিরেটস স্টেডিয়ামে ফিরতি লেগের ম্যাচটি ২-২ গোলে ড্র হয়। এই ড্রয়ে মিকেল আর্তেতার দল দুই লেগ মিলিয়ে ৯-৩ ব্যবধানে এগিয়ে থেকে শেষ আটে উঠেছে।

শেষ আটে অগ্রসর হওয়া প্রিমিয়ার লিগের দ্বিতীয় ক্লাবটি হলো এ্যাস্টন ভিলা। বার্মিংহামে কাল ক্লাব ব্রাগকে ৩-০ গোলে পরাজিত করে দুই লেগ মিলিয়ে ৬-১ ব্যবধানে এগিয়ে থেকে কোয়ার্টার ফাইনালের টিকেট পেয়েছেন ভিলা।

বদলী বেঞ্চ থেকে উঠে এসে দ্বিতীয়ার্ধে দুই গোল করেছেন মার্কো আসেনসিও। জানুয়ারিতে পিএসজি থেকে ধারে খেলতে আসার পর আট ম্যাচে এনিয়ে সাত গোল করলেন স্প্যানিশ এই তারকা। দ্বিতীয়ার্ধে ১২ মিনিটের মধ্যে ভিলা তিন গোল করেছে।

১৯৮২ সালের ইউরোপীয়ান কাপ বিজয়ীরা কোয়ার্টার ফাইনালে পিএসজির মুখোমুখি হবে। এর আগে গত মৌসুমের ফাইনালিস্ট বরুসিয়া ডর্টমুন্ড ২-১ ব্যবধানে ফরাসি ক্লাব লিলিকে পরাজিত করে দুই লেগ মিলিয়ে ৩-২ ব্যবধানে এগিয়ে শেষ আট নিশ্চিত করেছে।

আগামী মাসে কোয়ার্টার ফাইনালে ডর্টমুন্ডের প্রতিপক্ষ বার্সেলোনা। গত বছর ডিসেম্বরে লিগ পর্বে বার্সেলোনার কাছে ঘরের মাঠে ৩-২ গোলে পরাজিত হয়েছিল ডর্টমুন্ড।

সূত্র: বাসস