গ্রাম আদালত বিষয়ে দুইদিন ব্যাপি প্রশিক্ষক প্রশিক্ষণ শুরু

স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকার বিভাগ, কর্তৃক বাস্তবায়িত বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায়ে প্রকল্পের আওতায় রাজশাহী জেলার উপজেলা রিসোর্স টিমের (ইউআরটি) সদস্যগণের গ্রাম আদালত বিষয়ে দুইদিন ব্যাপি প্রশিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বৃহস্পতিবার এর উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার রাজশাহী খোন্দকার আজিম আহমেদ। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আফিয়া আখতার।
প্রশিক্ষক প্রশিক্ষণে সার্বিক বিষয় নিয়ে প্রশিক্ষণ দেন উপপরিচালক স্থানীয় সরকার জাকিউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) টুকটুক তালুকদার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মহিনুল হাসানসহ জেলা পুলিশের কর্মকর্তাসহ ডিস্ট্রিক্ট ম্যানেজার বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায়ে প্রকল্প ইএসডিও রাজশাহী লুৎফর রহমান উপস্থিত ছিলেন।