ঢাকা | মার্চ ১৩, ২০২৫ - ৪:৫২ পূর্বাহ্ন

গোদাগাড়ীতে জলবায়ু অর্থায়ন পরামর্শ সভা

  • আপডেট: Thursday, March 13, 2025 - 12:01 am

স্টাফ রিপোর্টার: গোদাগাড়ী উপজেলা প্রশাসনিক সভা কক্ষে সেবাদানকারী প্রতিষ্ঠানসমূহের কর্মকর্তা, নাগরিক সমাজ প্রতিনিধি, গণমাধ্যম প্রতিনিধি এবং অংশীজনের অংশগ্রহণে কালটিভেটিং চেঞ্জ প্রকল্পের আওতায় “জলবায়ু অর্থায়ন পরামর্শ সভা অনুষ্ঠিত হয়” অনুষ্ঠিত হয়।

অ্যাসোসিয়েশন ফর কম্যুনিটি ডেভেলপমেন্ট-এসিডি’র আয়োজনে এবং অক্সফাম ইন বাংলাদেশ’র সহযোগিতায় সুব্রত পালের সঞ্চালনায় পরামর্শ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার বলেন, জলবায়ু পরিবর্তনজনিত চ্যালেঞ্জ মোকাবেলায় জাতীয় ও আন্তর্জাতিক সূত্র থেকে বাংলাদেশের ন্যায্য প্রাপ্য অর্থপ্রবাহ নিশ্চিত করা যেমন জাতীয় প্রাধান্য, তেমনি জাতীয় ও আন্তর্জাতিক উভয় সূত্র থেকে প্রাপ্ত অর্থব্যয়ে স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করতে সকলকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

এসময় উন্মুক্ত আলোচনায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে নারী ও শিশুরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, সেক্ষেত্রে নারীদের জলবায়ু সংগ্রামের দলিল সংরক্ষণ, নীতিনির্ধারকদের সঙ্গে সক্রিয়ভাবে সংলাপ এবং লিঙ্গ-সংবেদনশীল আইন ও নীতি তৈরির আহ্বান জানান।

এসিডি’র উপস্থাপনা থেকে জানা যায়, বরেন্দ্র অঞ্চলের বর্তমান সমসাময়িক  প্রেক্ষাপট বিবেচনায় রেখে কৃষি কাজে জলবায়ু পরিবর্তনের প্রভাব, স্থানীয়ভাবে পরিচালিত অভিযোজনের সক্ষমতা, জলবায়ু অর্থায়নে প্রবেশাধিকার বিষয়ে আদিবাসী নারীদের সামাজিক সচেতনতা বৃিদ্ধর লক্ষ্যে কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত থেকে উপজেলা সমাজসেবা অফিসার মোহা. আব্দুল মানিক, উপজেলা যুব উন্নয়ন কর্মকতা মো. সোহেল রানা, উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা রিতা পারভীন, সিনিয়ন মৎস কর্মকর্তা ওয়াহিদুজ্জামান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফার ইয়াসমিন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আলামিন হোসেন, বিএমডিএ সহকারী প্রকৌশলী আব্দুল লতিফ সরকার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা একেএম মোমনিুল হক, গণমাধ্যম প্রতিনিধি এবিএম কামরুজ্জামান বকুল, আব্দুল বাতেন, অংশীজনের পক্ষে সকালি লাকড়া বক্তব্য রাখেন।