ঢাকা | মে ১৪, ২০২৫ - ৪:৪৬ পূর্বাহ্ন

অটোরিকশায় অশোভন আচরণ অভিযুক্ত গ্রেপ্তার

  • আপডেট: Thursday, March 13, 2025 - 12:21 am

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে অটোরিকশায় এক বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্রীর সামনে অশোভন আচরণের অভিযোগে  রানা (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল বুধবার ভোরে নওগাঁর মান্দা থেকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার হওয়া রানা রাজশাহী নগরের কেশবপুর এলাকার বাসিন্দা।

ভুক্তভোগী ছাত্রী বুধবার সকালে রাজশাহীর রাজপাড়া থানায় তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে, এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে রানাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

রাজশাহীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আইন ও মানবাধিকার বিভাগের ওই ছাত্রী মঙ্গলবার বিকালে বিশ্ববিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে অটোরিকশায় উঠেছিলেন। তার সামনে বসা রানা একাধিকবার ছাত্রীর পায়ে নিজের পা স্পর্শ করেন এবং একপর্যায়ে নিজের স্পর্শকাতর অঙ্গে হাত দিয়ে অশোভন আচরণ করতে থাকেন।

ওই ছাত্রী ঘটনার ভিডিও ধারণ করে নিজের ফেসবুকে প্রকাশ করলে এটি ভাইরাল হয়ে যায়। এরপর স্থানীয় ছাত্র ও জনতা রানার বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করে। তবে তিনি স্ত্রী-সন্তানসহ বাড়ির পেছনের দরজা দিয়ে পালিয়ে যান।

বুধবার দুপুরে এক সংবাদ ব্রিফিংয়ে আরএমপি কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান জানান, সাইবার ক্রাইম ইউনিটের সহায়তায় গোয়েন্দা পুলিশ রানাকে নওগাঁর মান্দা থেকে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগে মামলা হয়েছে। অতীতেও তিনি এ ধরনের কোনো অপরাধের সঙ্গে জড়িত ছিলেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

Hi-performance fast WordPress hosting by FireVPS