ঢাকা | মার্চ ১৫, ২০২৫ - ১১:৪৮ পূর্বাহ্ন

রাবিতে শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত

  • আপডেট: Thursday, March 13, 2025 - 11:50 pm

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত ‘ঞৎধরহরহম ড়হ ঙইঊ ঈঁৎৎরপঁষঁস ধহফ ইঘছঋ ভড়ৎ ঋধপঁষঃু গবসনবৎ’ শীর্ষক দুই দিনব্যাপী কর্মশালা গতকাল বৃহস্পতিবার শেষ হয়েছে।

এই কর্মশালায় রাবির বিভিন্ন অনুষদের ১০৭ জন শিক্ষক অংশগ্রহণ করেন। কর্মশালায় অ্যাক্রিডিটেশন বিধিমালা-২০২২,  ইধহমষধফবংয ঘধঃরড়হধষ ছঁধষরঃু ঋৎধসবড়িৎশ (ইঘছঋ), ইধহমষধফবংয অপপৎবফরঃধঃরড়হ ঈড়ঁহপরষ (ইঅঈ) ঝঃধহফধৎফং ভড়ৎ অপপৎবফরঃধঃরড়হ ড়ভ অপধফবসরপ চৎড়মৎধস এর আলোকে  ঙঁঃপড়সব ইধংবফ ঊফঁপধঃরড়হ (ঙইঊ) ভিত্তিক কারিকুলামের চূড়ান্ত টেমপ্লেট সম্পর্কে আলোচনা করা হয়।

বুধবার কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসির পরিচালক প্রফেসর মো. আবু রেজা। সেখানে আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর মো. কামাল উদ্দিন ও প্রফেসর মো. মনিমুল হক রিসোর্স পার্সন হিসেবে অংশ নেন।