ঢাকা | মার্চ ১৫, ২০২৫ - ৮:২৭ অপরাহ্ন

শিরোনাম

রাণীনগরে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

  • আপডেট: Thursday, March 13, 2025 - 10:28 pm

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় দুস্থদের মাঝে ঈদ উপহার সামগ্রী সিমাই, চিনি, চাল তেল দুধ বিতরণ করা হয়েছে। উপজেলার লোহাচুড়া বেকার যুব-সমবায় সমিতি লিমিটেডের উদ্যোগে এই সামগ্রীগুলো বিতরণ করা হয়।

লোহাচুড়া বেকার যুব সমবায় সমিতির সভাপতি জুনায়েদ রহমান চন্দনের সভাপতিত্বে বুধবার বিকালে স্থানীয় লোহাচুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল হাসান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসান, সমবায় অফিসার জাফরুল ইসলাম, রাণীনগর প্রেসক্লাবের সভাপতি হারুনূর রশিদ প্রমুখ। অনুষ্ঠানে প্রায় শতাধিক অসহায় দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।