ঢাকা | মার্চ ১২, ২০২৫ - ৬:০৫ অপরাহ্ন

তানোরে বিষপানে আত্মহত্যা, থানায় প্ররোচনার মামলা

  • আপডেট: Wednesday, March 12, 2025 - 12:23 am

তানোর প্রতিনিধি: রাজশাহীর তানোরে বিএম আলীর মারধর ও লাঞ্ছনা সইতে না পেরে এক ভুটভুটি চালক বিষপান করে আত্মহত্যা করেছেন। গত সোমবার দিবাগত রাতে চাঁন্দুড়িয়া ইউনিয়নের (ইউপি) ৫ নম্বর ওয়ার্ড জুড়ানপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের নাম আরিফ হোসেন (২৬)। তিনি চাঁন্দুড়িয়া ইউপির জুড়ানপুর গ্রামের ইয়াদ আলীর ছেলে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রামেক হাসপাতালে প্রেরণ করেছেন।

এ ঘটনায় মঙ্গলবার নিহতের ভাই শরিফুল ইসলাম হয়ে বিএম আলীসহ একই গ্রামের আরো ২ জনসহ  ৩ জনকে আসামি করে তানোর থানায় আত্মহত্যা প্ররোচনার মামলা দায়ের করেছেন। ঘটনার পরপরই আসামিরা গা-ঢাকা দিয়েছে। তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসেন বলেন, এ ঘটনায় আত্মহত্যা প্ররোচনার অভিযোগে মামলা হয়েছে।

তিনি বলেন, লাশের ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।