ঢাকা | মার্চ ১৩, ২০২৫ - ৫:৪৯ পূর্বাহ্ন

গোদাগাড়ী ও তানোর উপজেলার সাবেক চেয়ারম্যানদের বিরুদ্ধে দুদকের মামলা

  • আপডেট: Wednesday, March 12, 2025 - 8:46 pm

অনলাইন ডেস্ক: জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগে রাজশাহীর গোদাগাড়ী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম ও তানোর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. লুৎফর হায়দার রশীদের বিরুদ্ধে দুটি পৃথক মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন আজ এক ব্রিফিংয়ে জানান, গোদাগাড়ী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ ১ কোটি ১১ লাখ ৬৫ হাজার ১০১ টাকা মূল্যের সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। এ কারণে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা সহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।

দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক মোহাম্মদ জিন্নাতুল ইসলাম বাদি হয়ে এই মামলাটি দায়ের করেন।

এ ছাড়া তানোর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. লুৎফর হায়দার রশীদের বিরুদ্ধে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ ৪৯ লাখ ৬৮ হাজার ৬১১ টাকা মূল্যের সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। এই অপরাধে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা সহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় একটি মামলা রুজু করা হয়েছে।

দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক মোহাম্মদ জিন্নাতুল ইসলাম বাদি হয়ে এই মামলাটি দায়ের করেন।

সূত্র: বাসস