ঢাকা | মে ১৫, ২০২৫ - ১১:৩৬ পূর্বাহ্ন

এপ্রিলে শ্রীলংকা সফরে যাবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল

  • আপডেট: Wednesday, March 12, 2025 - 8:41 pm

অনলাইন ডেস্ক:  আগামী এপ্রিল-মে মাসে শ্রীলংকা সফর করবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আসন্ন সফরে ছয় ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ যুব দল। ২৪ এপ্রিল প্রস্তুতি ম্যাচ দিয়ে সফর শুরু করবে তারা।

২৬ এপ্রিল থেকে শুরু হবে ওয়ানডে সিরিজ। এরপর ২৮ এপ্রিল দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ।

শেষ চার ম্যাচ হবে যথাক্রমে- ১, ৩, ৬ ও ৮ মে। সিরিজের সব ম্যাচই হবে হাম্বানটোটা স্টেডিয়ামে।

আগামী বছর জিম্বাবুয়ে ও নামিবিয়াতে অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। ঐ আসরকে সামনে রেখে দল নিয়ে পরিকল্পনা শুরু করে দিয়েছে বিসিবি।

শ্রীলংকা সফরে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের সূচি :

২৬ এপ্রিল : প্রথম ওয়ানডে, হাম্বানটোটা

২৮ এপ্রিল : দ্বিতীয় ওয়ানডে, হাম্বানটোটা

১ মে : তৃতীয় ওয়ানডে, হাম্বানটোটা

৩ মে : চতুর্থ ওয়ানডে, হাম্বানটোটা

৬ মে : পঞ্চম ওয়ানডে, হাম্বানটোটা

৮ মে : ষষ্ঠ ওয়ানডে, হাম্বানটোটা

সূত্র: বাসস

Hi-performance fast WordPress hosting by FireVPS