শহিদ পরিবারের সদস্যদের সম্মানে জামায়াতের ইফতার

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর উদ্যোগে গতকাল বুধবার নগরীর একটি রেস্টুরেন্টে শহিদ পরিবারের সদস্যদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী মহানগরীর আমির ড. মাওলানা কেরামত আলী।
রাজশাহী মহানগরীর সহকারী সেক্রেটারি অধ্যক্ষ শাহাদাৎ হোসাইনের সঞ্চালনায় ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন রাজশাহী মহানগরীর নায়েবে আমির অধ্যক্ষ সিদ্দিক হোসাইন ও অ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিম, রাজশাহী মহানগরীর কর্মপরিষদ সদস্য জসিম উদ্দিন সরকার, আমিনুল ইসলাম, মাওলানা মোহাম্মদ ইয়াহিয়া, কামরুজ্জামান সোহেল, হাফেজ মোহাম্মদ নুরুজ্জামান সহ শহিদ পরিবারের গর্বিত সদস্যবৃন্দ।
ইফতার মাহফিলে ড. মাওলানা কেরামত আলী বলেন, আমাদের শহিদদেরা আমাদের সবচেয়ে মূল্যবান সম্পদ। জামায়াতে ইসলামী শহিদদের নিয়ে কোন রাজনীতি করে না বরং শহিদদের নিজেদের পরিবারের সদস্য মনে করে। এসময় তিনি শহিদ পরিবারের বেদনা তুলে ধরে বলেন, ‘যে মা-বাবা সন্তান হারিয়েছেন, যে বোন স্বামী হারিয়েছেন, যে সন্তান পিতা-মাতা হারিয়েছে এই বেদনা সহ্য করার নয়। এরপরেও সান্ত্বনা এইটুকু যে তারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য শাহাদাত বরণ করেছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদের সর্বোচ্চ মর্যাদার কথা বলেছেন। তারা আমাদের প্রেরণার উৎস হয়ে আছে।