ঢাকা | এপ্রিল ২২, ২০২৫ - ২:৩৩ অপরাহ্ন

লালপুরে ইট ভাটায় অভিযান প্রতিবাদে সড়ক অবরোধ

  • আপডেট: Wednesday, March 12, 2025 - 10:45 pm

লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে ইট ভাটায় পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছেন। এর প্রতিবাদে ঈশ্বরদী-বানেশ্বর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে স্থানীয় ভাটা মালিক ও শ্রমিকরা।

বুধবার দুপুরে জেলা পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় জেলা সহকারী কমিশনার ও বিজ্ঞ ম্যাজিস্ট্রেট শামীম হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানের বিষয়টি নিশ্চিত করে জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রফিকুল ইসলাম বলেন, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত-২০১৯) এর বিভিন্ন ধারা লঙ্ঘন করায় লালপুরের মেসার্স এম এস কে ব্রিকস ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে দুই লক্ষ টাকা জরিমানা ধার্য পূর্বক আদায় করা হয় এবং স্কেভেটর দিয়ে ইটভাটাটির আংশিক ভেঙে দেয়া হয়েছে।

পরিবেশ সুরক্ষায় এ ধরনের অভিযান চলমান থাকবে। এদিকে উপজেলার ইটভাটা গুলোতে অভিযান পরিচালনার প্রতিবাদে লালপুরের চিনি বটতলায় ঘণ্টাব্যাপী ঈশ্বরদী-বানেশ্বর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন স্থানীয় ভাটা মালিক ও শ্রমিকরা। এতে মহাসড়কটিতে তীব্র যানজটের সৃষ্টি হলে ভোগান্তিতে পড়েন সাধারণ জনগণ।

এসময় শ্রমিকরা বলেন, আমরা ভাটায় কাজ করে খায়। বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না করে ইটভাটা বন্ধ করলে আমাদের না খেয়ে থাকতে হবে। এ সময় তারা ভাটা চালু রাখার দাবি জানান। পরে স্থানীয় প্রশাসনের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করেন শ্রমিকরা।