ঢাকা | মার্চ ১৩, ২০২৫ - ৩:২৩ পূর্বাহ্ন

রাজশাহী হার্ট ফাউন্ডেশনে সফলভাবে পেসমেকার স্থাপন

  • আপডেট: Wednesday, March 12, 2025 - 11:41 pm

স্টাফ রিপোর্টার: বুধবার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, রাজশাহীতে জটিল হার্ট ফেইলিউর রোগী চাঁপাইনবাবগঞ্জ  এর মোঃ সেলিম (৬৩) –এর কার্ডিয়াক রিসিঙ্ক্রোনাইজেশন থেরাপি পেসমেকার (ঈজঞ) সফলভাবে স্থাপন করা হয়েছে।

দেশ আন্তর্জাতিক পরিমন্ডলে সুপরিচিত এভার কেয়ার হাসপাতাল, ঢাকা প্রখ্যাত ইলেকট্রোফিজিওলোজিস্ট, হার্ট ফেইলিউর ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট এবং ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহী সহসভাপতি প্রফেসর ডা. এম. আতাহার আলী পেসমেকার সফলভাবে স্থাপন করেন। ক্যাথল্যাবে তাঁকে সহযোগিতা করেন প্রফেসর ডাঃ মোঃ রইছ উদ্দিন মন্ডল, ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট, ডাইরেক্টর অ্যান্ড চিফ কনসালটেন্ট, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, রাজশাহী সহসভাপতি, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহী।

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, রাজশাহীতে কার্ডিয়াক রিসিঙ্ক্রোনাইজেশন থেরাপি পেসমেকার (ঈজঞ) প্রথমবারের মতো স্থাপন করা হয়।