াকা | এপ্রিল ২২, ২০২৫ - ১১:২২ অপাহ্ন

মা-মেয়েসহ সড়কে তিন, ট্রেনে কাটা পড়ে দু’জনের মৃত্যু

  • আপডেট: Wednesday, March 12, 2025 - 11:28 pm

স্টাফ রিপোর্টার: পৃথক দুর্ঘটনায় বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় ট্রাকের ধাক্কায় অটোভ্যানে থাকা মামেয়ে নওগাঁর মহাদেবপুরে সড়ক দুর্ঘটনায় আব্দুল্লাহ আল শামী নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। অপরদিকে পাবনার চাটমোহরে এক বৃদ্ধ ভাঙ্গুড়া উপজেলায় মজিরন নামের এক নারীসহ ট্রেনে কাটা পড়ে দুজন প্রাণ হারিয়েছেন।

বগুড়া প্রতিনিধি জানান, বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার ট্রাকের ধাক্কায় অটোভ্যানে থাকা মামেয়ে নিহত হয়েছেন। ঘটনায় উত্তেজিত জনতা ট্রাক আটক করে আগুন লাগিয়ে দেয়। তবে পালিয়ে যাওয়ায় ট্রাকে থাকা কাউকে আটক করা যায়নি।

বুধবার দুপুরে দুপচাঁচিয়া উপজেলার বেড়াগ্রাম এলাকায় ঘটনা ঘটে। নিহতরা হলেনকাহালু উপজেলার বীরকেদার ইউনিয়নের ছাতুয়াপাড়া গ্রামের আবু বকর সিদ্দিকের স্ত্রী রোকসানা পারভীন এবং তাদের তিন বছর বয়সী মেয়ে রাহিয়া। দুপচাঁচিয়া থানার ওসি ফরিদুল ইসলাম তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি জানান, রোকসানা তার তিন বছর বয়সী মেয়ে রাহিয়াকে নিয়ে জিয়ানগরের জলংগি গ্রামে বেড়াতে গিয়েছিল।

সেখান থেকে তারা কাহালুর বাড়ির দিকে ফেরার জন্য অটোভ্যানে করে রওনা হন। পথিমধ্যে বেড়াগ্রাম এলাকায় একটি ট্রাক পিছন থেকে ধাক্কা দেয়। এতে মায়ের কোল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই রাহিয়া মারা যান। পরে গুরুতর আহত অবস্থায় রোকসানা পারভীনকে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান, ঘটনায় উত্তেজিত জনতা ট্রাকে আগুন লাগিয়ে দেন।

তবে পালিয়ে যাওয়ায় ট্রাকের চালক হেলপারকে আটক করা যায়নি। ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে মহাদেবপুর প্রতিনিধি জানান, নওগাঁর মহাদেবপুরে সড়ক দুর্ঘটনায় আব্দুল্লাহ আল শামী নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও চার শিক্ষার্থী। গত মঙ্গলবার দিবাগত রাত ১০টার দিকে উপজেলার হাতুড় ইউপির মুখইর মোড় নামক স্থানে দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল্লাহ আল শামী মহাদেবপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ রবিউল আলম বুলেটের চাচাতো ভাই কায়েস্তপাড়া নিবাসী আজমল হক বিমানের ছেলে।

তিনি ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আহতরা হলেননিহত শামীর ছোট ভাই শাফিন হোসেন (১৯), একই এলাকার শাহীনের ছেলে ফারহান সাদিক (২০), পুলিশ কর্মকর্তা মাসুদ রানার ছেলে রায়হান (২০) তাপস সরদারের ছেলে অহন (২১) স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে নিহত আব্দুল্লাহ আল শামী তার ছোট ভাইসহ অন্যদের নিয়ে নিজে প্রাইভেটকার চালিয়ে এলাকায় ভ্রমণে বের হন। সময় তারা নওগাঁপোরশা আঞ্চলিক সড়কের মুখইর মোড়ে পৌঁছালে নতুন পুরাতন সড়কের উঁচুনিচু স্থানে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার নিচে পড়ে যায়।

গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই আব্দুল্লাহ আল শামী মারা যান। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা আহতদের উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। মহাদেবপুর থানার ওসি শাহীন রেজা বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ঘটনায় পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনিপ্রক্রিয়া শেষে লাশ তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

অন্যদিকে পাবনা প্রতিনিধি জানান, পাবনার চাটমোহরে এক বৃদ্ধ ভাঙ্গুড়া উপজেলায় মজিরন (৪০) নামের এক নারীসহ ট্রেনে কাটা পড়ে দুজন নিহত হয়েছেন। গতকাল বুধবার নিহতদের মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। এদের মধ্যে একজন হলেন ফরিদপুর উপজেলার চিথুলিয়া কান্দাপাড়া গ্রামের নায়েব আলীর স্ত্রী মজিরন খাতুন (৪০) অপরজন ৭০ বছর বয়সী বৃদ্ধ। তার পরিচয় পাওয়া যায়নি।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল বুধবার সকালে মজিরন খাতুন নিজ বাড়ি থেকে পার্শ্ববর্তী চাটমোহরে বাবার বাড়ি যাচ্ছিলেন। তিনি ভাঙ্গুড়া রেলগেট থেকে রেললাইনের ওপর দিয়ে হেটে যাচ্ছিলেন। সকাল সাড়ে ৭টার দিকে সিরাজগঞ্জগামী একটি মালবাহী ট্রেনে কাটা পড়ে তার দুটি পা বিচ্ছিন্ন হয়ে যায়।

এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। অপরদিকে পাবনার চাটমোহরে রেললাইনের পাশ থেকে অজ্ঞাত এক বৃদ্ধের মরদেহ পাওয়া গেছে। স্থানীয়দের ধারণা, ট্রেনের ধাক্কায় তিনি নিহত হয়েছেন। গত মঙ্গলবার রাত ২টার দিকে উপজেলার ডিবিগ্রাম মসজিদ সংলগ্ন এলাকায় স্থানীয়রা লাশ দেখতে পেয়ে রেলওয়ে পুলিশকে খবর দেয়। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১টার দিকে রেললাইনের ওপর দিয়ে তিনি হাঁটছিলেন। এসময় একটি দ্রুতগামী ট্রেন তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে ধারণা করছে এলাকাবাসী। সিরাজগঞ্জ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল উদ্দিন বলেন, বুধবার সকালে চাটমোহরে ফোর্স পাঠিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত বৃদ্ধের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।