ঢাকা | মার্চ ১৩, ২০২৫ - ২:২৯ পূর্বাহ্ন

পোরশায় বিএনপি পরিবারের আয়োজনে ইফতার ও দোয়া

  • আপডেট: Wednesday, March 12, 2025 - 10:06 pm

পোরশা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পোরশা উপজেলার মর্শিদপুর ইউনিয়ন বিএনপি পরিবারের আয়োজনে শিশা বাজার চত্বরে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার অনুষ্ঠিত ইফতার মাহফিলে মর্শিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হুমায়ন কবির  চৌধুরী (রুপম) সভাপতিত্ব করেন।

এতে প্রধান অতিথি ছিলেন নিয়ামতপুর উপজেলা বিএনপির সভাপতি ও নওগাঁ-১ (পোরশা-সাপাহার-নিয়ামতপুর) আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ডা, ছালেক চৌধুরী। প্রধান বক্তা ছিলেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মণ্ডলীর সদস্য প্রকৌশলী খালেদ হাসান চৌধুরী পাহিন।

এসময় নিয়ামতপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম রেজা চৌধুরী বাদশা, পোরশা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি তৌফিকুর রহমান শাহ্ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক মাসুদ রানা, সহ-সাংগঠনিক সম্পাদক আজাহার আলী, উপজেলা যুবদলের আহ্বায়ক ইকবাল হাসান চৌধুরী, ঘাটনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান শাহ্ সহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক নেতাকর্মী ইফতার ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।