ঢাকা | মার্চ ১৩, ২০২৫ - ২:৫১ পূর্বাহ্ন

পোরশায় অনৈতিক কাজে জড়িত থাকায় আটক ৪

  • আপডেট: Wednesday, March 12, 2025 - 10:00 pm

পোরশা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পোরশায় অনৈতিক কাজে জড়িত থাকা অবস্থায় নারীসহ ৪ জনকে আটক করে জেল হাজতে প্রেরণ করেছে থানা পুলিশ।

সোমবার দিবাগত রাতে নিতপুর শ্রীকৃষ্ণপুর (গহেরপুর) থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, সাপাহার উপজেলার জালসুকা গ্রামের জাইবুল হকের ছেলে শামীম আলী (৩০), হারুনুর রশিদের ছেলে শামীম ইকবাল (২০) এবং পোরশা উপজেলার শ্রীকৃষ্ণপুর গহেরপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে মেহেদী হাসান (২০) ও মহির ওরফে মনিরুলের স্ত্রী সানোয়ারা বেগম (২৭)।

পোরশা থানা অফিসার ইনচার্জ আবু বক্কর সিদ্দিক জানান, মনিরুলের বাড়িতে তার স্ত্রী কয়েকজনকে নিয়ে অনৈতিক কাজে লিপ্ত আছে মর্মে স্থানীয়রা ৯৯৯ এ ফোন করেন।

পরে ঊর্ধ্বতন কতৃপক্ষের অনুমতি ক্রমে থানা পুলিশ সেখানে উপস্থিত হয়ে অভিযান চালিয়ে তাদের আটক করেন। আটকৃতদের মঙ্গলবার জেল হাজতে পাঠানো হয়েছে বলে তিনি নিশ্চিত করেন।