ঢাকা | মার্চ ১৩, ২০২৫ - ৩:৫৮ পূর্বাহ্ন

তানোর মডেল প্রেসক্লাবের কমিটি গঠন

  • আপডেট: Wednesday, March 12, 2025 - 11:02 pm

তানোর প্রতিনিধি: তানোর মডেল প্রেসক্লাবের কমিটির মেয়াদ দুই বছর পূর্ণ হওয়ায় কমিটি বিলুপ্তি ঘোষণা করে আবারো দুই বছরের জন্য পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

নবগঠিত কমিটিতে দৈনিক আমাদের রাজশাহী পত্রিকার তানোর প্রতিনিধি আব্দুস সবুরকে সভাপতি ও দৈনিক নতুন প্রভাত পত্রিকার তানোর প্রতিনিধি সারোয়ার হোসেনকে সাধারণ সম্পাদক করে আগামী দুই বছরের জন্য ৮ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

এ কমিটির অন্য সদস্যরা হলেন, তানোর মডেল প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি আলিফ হোসেন (দৈনিক জবাবদিহি), সহসভাপতি মনিরুজ্জামান মনি (দৈনিক উপচার), যুগ্ম সম্পাদক আবুল কাসেম বাবু (দৈনিক সূর্যের আলো), সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ (চলমান সংবাদ)। এছাড়া নির্বাহী সদস্য জুয়েল রানা (সুন্নী সমাচার), জুনাইদ আহমেদ (বাংলা মাটির নিউজ)।

এসময় প্রেসক্লাবের সকল সদস্যদের সম্মতিক্রমে এ পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। এ পূর্ণাঙ্গ কমিটি তানোর মডেল প্রেসক্লাবকে আরও গতিশীল করবে বলে সকল সদস্যদের প্রত্যাশা।