ঢাকা | মার্চ ১৩, ২০২৫ - ৩:৪৯ পূর্বাহ্ন

তানোরে গৃহবধূর আত্মহত্যা প্ররোচনার মামলায় স্বামী গ্রেপ্তার

  • আপডেট: Wednesday, March 12, 2025 - 11:00 pm

তানোর প্রতিনিধি: রাজশাহীর তানোরে গৃহবধূর ঘরের দরজার ঘেষে টিনের বেড়া দিয়ে ঘিরে দেয়ার প্রতিবাদ করায় ননদ ও ননদের স্বামীর গালাগালি সইতে না পেরে গতকাল বুধবার সকালে গলাই ফাঁস দিয়ে আত্নহত্যা করেছেন এক গৃহবধূ। ওই গৃহবধূর নাম শরিফা বিবি (৩০)।

তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার পিরোজপুর গ্রামের জারজিস কন্যা ও তানোর উপজেলার সরনজাই মন্ডল পাড়ার আনসার আলীর স্ত্রী।

এ ঘটনায় গৃহবধূর পিতা বাদি হয়ে আত্মহত্যা প্ররোচনায় স্বামীসহ ৪ জনের বিরুদ্ধে তানোর থানায় একটি মামলা দায়ের করেছেন। ওই মামলায় গৃহবধূর স্বামী আনসার আলীকে গ্রেপ্তার করেছেন তানোর থানা পুলিশ।

মামলার বিবরণ, পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার বিকালে গৃহবধূর দরজার সামনে দিয়ে ননদ ও ননদের স্বামী টিনের বেড়া দেয়। এনিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে ওই গৃহবধূকে গালাগালি করে।

গালাগালি সইতে না পেরে বুধবার সকালে গলাই ফাঁস দিয়ে আত্নহত্যা করেন ওই গৃহবধূ। খবর পেয়ে তানোর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে গৃহবধূর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য থানায় নিয়ে আসেন এবং স্বামীকে গ্রেপ্তার করেন।

পরিবার সূত্রে জানা গেছে, গত ৩ বছর আগে স্বামী পরিত্যক্তা এক সন্তানের জননীর সাথে সরনজাই মন্ডল পাড়ার মৃত ইয়ানুস আলীর পুত্র আনসারের স্ত্রী সন্তান থাকা  অবস্থায় বিয়ে হয়।

তানোর থানার অফিসার ইনচার্জ ওসি আফজাল হোসেন বলেন, এ ঘটনায় তানোর থানায় গৃহবধূর পিতা বাদি হয়ে স্বামীসহ ৪ জনের বিরুদ্ধে আত্মহত্যা প্ররোচনায় একটি মামলা বের করা হয়েছে। ময়না তদন্তের জন্য লাশ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে এবং ওই মামলায় গৃহবধূর স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে।