ঢাকা | মে ১৪, ২০২৫ - ১১:১৮ অপরাহ্ন

আরো একটি ‘নীরব রাত’ কাটালেন পোপ: ভ্যাটিকান  

  • আপডেট: Wednesday, March 12, 2025 - 8:48 pm

অনলাইন ডেস্ক: ভ্যাটিকান বুধবার জানিয়েছে, গত রাতটা পোপ ফ্রান্সিসের বেশ শান্ত কেটেছে। আশা করা হচ্ছে ৮৮ বছর বয়সী পোপ শিগগির বাড়ি ফিরতে পারবেন। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে প্রায় চার সপ্তাহ হাসপাতালে কাটালেন তিনি।

ক্যাথলিক চার্চের প্রধান ১৪ ফেব্রুয়ারি থেকে রোমের জেমেলি হাসপাতালে ভর্তি আছেন। তার উভয় ফুসফুসে নিউমোনিয়া হয়েছে। কিন্তু  সোমবার ভ্যাটিকান ইঙ্গিত দিয়েছে, ফ্রান্সিসের বিপদ কেটে গেছে।

বুধবার সকালের বুলেটিনে ভ্যাটিকান জানিয়েছে, ‘পোপ একটি শান্ত রাত কাটিয়েছেন। পরে একটি মেডিকেল আপডেট জানানো হবে বলে আশা করা হচ্ছে।

সূত্র: বাসস

Hi-performance fast WordPress hosting by FireVPS