স্বাধীনতা দিবসের প্রস্তুতিমূলক সভা

স্টাফ রিপোর্টার: আগামী ২৫ মার্চ গণহত্যা এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার সাথে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার।
বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মহিনুল হাসান, সহকারী পুলিশ কমিশনার প্রসিকিউশন আরএমপি সীমা খানম, ইন্সপেক্টর অপারেশন পুলিশ সুপারের কার্যালয় রাজশাহী রবিউল ইসলামসহ সরকারি বেসরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।