ঢাকা | মার্চ ১২, ২০২৫ - ১১:৩২ পূর্বাহ্ন

সাংবাদিকদের ওপর সাবেক এসপির হামলা

  • আপডেট: Tuesday, March 11, 2025 - 10:41 pm

নাটোর প্রতিনিধি: নারী নির্যাতন মামলায় ময়মনসিংহ রেঞ্জে সংযুক্ত বরখাস্তকৃত সাবেক পুলিশ সুপার এসএম ফজলুল হকের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার দুপুরে নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আব্দুর রহিম এ আদেশ দেন। কোর্ট হাজতে নেওয়ার পথে ভিডিও ধারণের সময় সাংবাদিকদের ওপর চড়াও হন আসামি ফজলুল হক। এতে কয়েকজন সাংবাদিক আহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, জামিন নামঞ্জুরের পর হাজতে না রেখে আসামিকে কোর্ট ইন্সপেক্টর রুমে বসতে দেয় পুলিশ। পরে দুপুর ১টা ৪০ মিনিটে কোর্ট ইন্সপেক্টরের রুম থেকে কারাগারে নেওয়ার জন্য আসামিকে বের করা হয়। এসময় সাংবাদিকরা আসামির ছবি নিচ্ছিলেন। তখন সাংবাদিকদের ওপর চড়াও হন ফজলুল হক। তেড়ে গিয়ে মারধরের চেষ্টা করেন।

এসময় এখন টেলিভিশন, সময় টেলিভিশন ও এনটিভির ক্যামেরাপারসন হাতে চোট পান। তাৎক্ষণিকভাবে আসামিকে আদালতের হাজতে নিয়ে যায় পুলিশ। পরে নাটোরের কর্তব্যরত সাংবাদিকরা আদালত চত্বরে অবস্থান নেন। তারা দাবি করেন, অন্য আসামিদের মতো সাবেক এসপি ফজলুল হককে হাতকড়া পরিয়ে কারাগারে নিয়ে যেতে হবে। এরপর বিকেল ৩টার দিকে সেনাবাহিনীর উপস্থিতিতে আসামিকে কারাগারে নিয়ে যাওয়া হয়। এখন টেলিভিশনের ক্যামেরাপারসন জাহিদুল ইসলামসুমন বলেন, আসামিকে কোর্ট ইন্সপেক্টরের রুম থেকে নিয়ে যাওয়ার সময় আমরা ভিডিও নিচ্ছিলাম।

এসময় আসামি আমাদের ওপর অতর্কিত হামলা চালিয়ে ক্যামেরা ভাঙার চেষ্টা করেন। ক্যামেরা রক্ষা করতে গিয়ে হাতে আঘাত পেয়েছি। এ বিষয়ে কোর্ট ইন্সপেক্টর কামাল হোসেন বলেন, জামিন নামঞ্জুরের পর আসামিকে কোর্ট হাজতে নেওয়ার পথে এ হামলার ঘটনা ঘটে। পরে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসামিকে কারাগারে পাঠানো হয়।

নাটোর ইউনাইটেড প্রেস ক্লাবের সভাপতি নাসিম উদ্দিন বলেন, একজন আসামির দ্বারা আদালত চত্বরে সাংবাদিকদের হামলার ঘটনা অপ্রত্যাশিত। তিনজন ক্যামেরাপারসন আঘাতপ্রাপ্ত হয়েছেন। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।