ঢাকা | এপ্রিল ২১, ২০২৫ - ৫:০৬ অপরাহ্ন

রাবি প্রশাসনের সাথে যুক্তরাজ্যের অধ্যাপকদের মতবিনিময়

  • আপডেট: Tuesday, March 11, 2025 - 12:04 am

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে যুক্তরাজ্যের বাথ ইউনিভার্সিটির অ্যাসোসিয়েট প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর জোসেফ ডিভাইন ও ইকনোমিক্স অ্যান্ড ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের সিনিয়র লেকচারার মাতিলদে মাইট্রট গতকাল সোমবার সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় করেন।

শহিদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনের কনফারেন্স কক্ষে এই মতবিনিময় কালে তাঁরা রাবির সাথে শিক্ষা ও গবেষণা ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে আলোচনা করেন।

আগামীতে এই সম্পর্কিত পরিকল্পনা বাস্তবায়নে পরিকল্পনার কথাও তাঁরা জানান। মতবিনিময় কালে উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর  ফরিদ উদ্দীন খান, ছাত্র-উপদেষ্টা ড. আমিরুল ইসলাম, প্রক্টর প্রফেসর মাহবুবর রহমান, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর আখতার হোসেন মজুমদার, অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক প্রফেসর মুহাম্মদ সাজ্জাদুর রহিম, সমাজবিজ্ঞান বিভাগের প্রফেসর মুন্সী ইসরাইল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।