ঢাকা | মার্চ ১২, ২০২৫ - ১২:০৪ অপরাহ্ন

রাবিতে এক মঞ্চে শিবির-ছাত্রদল

  • আপডেট: Tuesday, March 11, 2025 - 11:59 pm

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে শাখা ছাত্রদলের আয়োজনে কোরআন তেলওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠানে যোগ দিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম।

মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার মুক্তমঞ্চে প্রতিযোগিতা অনুষ্ঠানটি আয়োজিত হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত হয়ে শিবির সভাপতি বলেন, ‘বাংলাদেশ একটি ছোট দেশ। কিন্তু অপার সম্ভাবনা রয়েছে। আমরা অনেক সময় নষ্ট করেছি। সবসময়ই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দূরদর্শী, আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান এবং ইনক্লুসিভ বাংলাদেশ গঠনের দিকে ছিলেন। ৭১ পরবর্তী সময়ে পার্বত্য চট্টগ্রামে অনেক সমস্যা ছিল।

কিন্তু জিয়াউর রহমানের দূরদর্শিতার কারণে পার্বত্য চট্টগ্রামে বাংলাদেশ তার অবস্থান শক্তভাবে রাখতে সক্ষম হয়েছে। ৭১-এর পরে পার্শ্ববর্তী দেশের পরিকল্পনার মাধ্যমে ইসলামকে মুছে দেওয়ার একটি গভীরতম নীল নকশা করা হয়েছিল। সেটিও মিশিয়ে দিয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান।’

বেগম খালেদা জিয়ার আপসহীনতা তাকে বাংলাদেশের মানুষের ভালোবাসায় সিক্ত করেছে মন্তব্য করে জাহিদুল ইসলাম বলেন, ‘বেগম খালেদা জিয়ার যে আপসহীন চরিত্র সেটি এখনো পর্যন্ত ওনাকে বাংলাদেশের মানুষের ভালোবাসায় সিক্ত রেখেছে।

আমরা চাই আগামী দিনে ছাত্রশিবির, ছাত্রদলসহ যারাই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে এগিয়ে নিবেন। রাজনীতির মাঠে একেকজনের আদর্শ, চিন্তা, বক্তব্য আলাদা থাকবে এটাই রাজনৈতিক সৌন্দর্য্য।

কিন্তু দিনশেষে দেশটা আমার, আপনাদের ও আমাদের সকলের। আমরা সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সবার বাংলাদেশ গড়ে তুলব।’

এ ছাড়া কর্মসূচিতে আগামী দিনে ছাত্রশিবির, ছাত্রদলসহ যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে এগিয়ে নিবেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।

রাবি শাখা ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমদ রাহীর সভাপতিত্বে অনুষ্ঠানের সঞ্চালনা করেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক সর্দার রাশেদ আলী।

এ সময় আরবি বিভাগের অধ্যাপক মুহাম্মদ নেছার উদ্দিন, কেন্দ্রীয় মসজিদের সহকারী পেশ ইমাম মোহাম্মদ শাহাজুল ইসলামসহ ৪ সদস্য বিশিষ্ট একটি বিচারক প্যানেল ২৫ জন অংশগ্রহণকারীর মধ্যে ৩ জনকে পুরষ্কৃত করে।