ঢাকা | মার্চ ১২, ২০২৫ - ১১:৩৬ পূর্বাহ্ন

রাণীনগরে দু’টি ইটভাটা গুঁড়িয়ে দিলো ভ্রাম্যমাণ আদালত

  • আপডেট: Tuesday, March 11, 2025 - 10:23 pm

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে মহামান্য হাইকোটের নির্দেশনা মোতাবেক জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে রাণীনগর ২টি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দেয়া হয়েছে।

একইসাথে ভাটা দু’টির মালিকের ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। লাইসেন্স ব্যতিত ইটভাটা পরিচালনা, প্রস্তুত ও বিক্রয় করার অপরাধে এই অভিযান পরিচালনা করা হয়। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ভাটা দু’টির কার্যক্রম বন্ধ থাকবে।

জানা গেছে, উপজেলার কাশিমপুর ইউনিয়নের চকমুনু গ্রামের নওগাঁ-৬ আসনের সাবেক এমপি আনোয়ার হোসেন হেলালের রাহিদ এন্টার প্রাইজের এবং চকাদিন গ্রামের আবুবক্কর সিদ্দিকের রিফাত ব্রিকসে মঙ্গলবার বেলা ১১টা থেকে শুরু করে দুপুর ২টা পর্যন্ত নওগাঁ জেলা প্রশাসনের এক্্িরকিউটিভ ম্যাজিস্ট্রেট মনিরুজ্জামান ও আব্দুল্লাহ বিন জিয়া কর্তক মোবাইল কোট পরিচালনা করা হয়।

এসময় প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় মেসার্স রাহিদ এন্টার প্রাইজ এর ভাটা গুঁড়িয়ে দেয়াসহ ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে মেসার্স রিফাত ব্রিকসের ভাটা ও গুঁড়িয়ে দেয়াসহ ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। মোবাইল কোট পরিচালনায় সহায়তা করেন পরিবেশ অধিদপ্তর নওগাঁর সহকারী পরিচালক নাজমুল হুসাইন, বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ, ফায়ার সার্ভিস ও আনসার বাহিনীর সদস্যবৃন্দ।

নওগাঁ জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও এক্্িরকিউটিভ ম্যাজিস্ট্রেট মনিরুজ্জামান জানান, মহামান্য হাইকোটের নির্দেশনা মোতাবেক অবৈধ ভাবে ইট ভাটা পরিচালনা করার অপরাধে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত এই অভিযান পরিচালনা করেন।

উভয় ইট ভাটার চুল্লি গুঁড়িয়ে দেয়া হয়। ফায়ার সার্ভিসের দলের মাধ্যমে ভাটা দুটির আগুন পানি দিয়ে নিভিয়ে দেয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই ভাটাগুলো বন্ধ থাকবে। এই অভিযান আগামীতে চলমান থাকবে বলে তিনি জানান।