ঢাকা | মার্চ ১২, ২০২৫ - ১১:৪১ পূর্বাহ্ন

মৃত্যুদণ্ড নিশ্চিতের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন

  • আপডেট: Tuesday, March 11, 2025 - 10:01 pm

চাঁপাইনবাবগঞ্জ ব্যুরো: সারাদেশে ধর্ষণের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিতের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বেলা ১১টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা স্বেচ্ছাসেবী প্লাটফর্ম এর উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের চত্বরে এই মানববন্ধন চ্যারিটি ব্লাড ইউনিটের সভাপতি ওয়ালিদ হাসান মাইনুলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এ সময় ধর্ষকের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ার শপথ নিয়ে বক্তব্য রাখেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিটির আহ্বায়ক আব্দুর রাহিম, যুগ্ম আহ্বায়ক মাহিন খান, জেলা হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ আব্দুস সামাদ, শিশু বিশেষঞ্জ ডা. মাহফুজ রায়হান,  সেবা নার্সিং ইন্সটিটিউটের শিক্ষার্থী রুকাইয়া খাতুন পুষ্পা প্রমুখ।

প্রায় ঘণ্টাব্যাপী চলা বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীরা বলেন, দেশে প্রতিদিন ধর্ষণের ঘটনা ঘটছে। কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার নিশ্চুপ। স্বরাষ্ট্র উপদেষ্টা নিরব, আইন উপদেষ্টা নিরব। কিন্তু আমরা শিক্ষার্থীরা সরব রয়েছি।

আমাদের দাবি দ্রুততম সময়ের মধ্যে ধর্ষণ মামলার তদন্ত শেষ করে ধর্ষকদের ফাঁসি দিতে হবে। আর সরকার ধর্ষকদের শাস্তি দিতে ব্যর্থ হলে জুলাইয়ের মতো শিক্ষার্থীরা আবারো আন্দোলনে নামতে বাধ্য হবে বলেও সরকারকে হুঁশিয়ার করেন শিক্ষার্থীরা। পরে নেতৃবৃন্দ দাবি-দাওয়া সম্বলিত একটি স্মারকলিপি জেলা প্রশাসকের কাছে প্রদান করেন।