মানবাধিকার সুরক্ষায় অ্যাডভোকেসি সভা

স্টাফ রিপোর্টার: পবায় বরেন্দ্র উন্নয়ন প্রচেষ্টা আয়োজিত অ্যাডভোকেসি সভায় দেশের চলমান পরিস্থিতিতে মানবাধিকার সুরক্ষায় সামাজিক উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়েছে।
সোমবার সকালে উপজেলা পরিষদ হলরুমে এই অ্যাডভোকেসি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জাহিদ হাসান। এসময় বরেদ্র উন্নয়ন প্রচেষ্টার (বিইউপি) এর নির্বাহী পরিচালক ও হিউম্যান রাইটস ডিফেন্ডারস নেটওয়ার্কের আহ্বায়ক ফয়েজুল্লাহ চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মানবাধিকার সাংস্কৃতিক ফাউন্ডেশনের সমন্বয়ক টিপু সুলতান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এনএমএন জহুরুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা খাতুন। এসময় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিইউপির প্রজেক্ট ম্যানেজার সাইফুল ইসলাম।
মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন- অনগ্রসর সমাজ উন্নয়ন সংস্থা (আসুস) এর নির্বাহী পরিচালক রাজকুমার সাঁও, বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক অঞ্জনা সরকার, পবা উপজেলা প্রেসক্লাবের সভাপতি কাজী নাজমুল ইসলাম, বাঁচার আশা সাংস্কৃতিক সংগঠনের সভাপতি মোস্তফা সরকার বিজলী, দুস্থ মহিলা কল্যাণ সমিতির সভানেত্রী সুফিয়া খাতুন। এছাড়াও হিউম্যান রাইটস ডিফেন্ডারস নেটওয়ার্কের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
দেশের চলমান মানবাধিকার পরিস্থিতিতে উদ্যোগ প্রকাশ করে উপস্থিত বক্তারা বলেন- একটি স্থায়ী উন্নয়ন এবং শান্তিপূর্ণ দেশ গড়ে তোলার জন্য প্রয়োজন ঐক্যবদ্ধ প্রয়াস। এক্ষেত্রে দেশের চলমান মানবাধিকার পরিস্থিতি পর্যালোচনা ও করণীয় হিউম্যান রাইটস ডিফেন্ডারস নেটওয়ার্ক সদস্যদের দ্বারা মানবাধিকার রক্ষা ও বিশেষ করে নারী অধিকার রক্ষার বিষয়ে তৎপর হবার আহ্বান জানান।