পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত

স্টাফ রিপোর্টার: পৃথক সড়ক দুর্ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ, পত্নীতলা ও সাঁথিয়ায় মোট তিনজন নিহত হয়েছেন। চাঁপাইনবাবগঞ্জ ব্যুরো জানায়, চাঁপাইনবাবগঞ্জের দারিয়াপুর ট্রাক টার্মিনালের সামনে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সাদ্দাম হোসেন নামে এক ট্রাক চালক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও দুইজন। হতাহতের সত্যতা নিশ্চিত করেছে সদর মডেল থানার ওসি মতিউর রহমান।
সোমবার সকালে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ সড়কের দারিয়াপুর এলাকায় বিপরীতমুখী দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে। নিহত ট্রাক চালক রাজশাহীর পবা উপজেলার হাটরামচন্দ্রপুর এলাকার সাইদুর রহমানের ছেলে। স্থানীয় বাসিন্দা, ফায়ার সার্ভিস, হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে বিপরীত দিক থেকে আসা দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে।
পরে স্থানীয়রা খবর দিলে ফায়ার সার্ভিসের একটি টিম এসে ট্রাকের সামনের অংশ কেটে আটকে পড়া ড্রাইভার-হেলপারদের উদ্বার করে হাসপাতালে নিয়ে যায়। ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নেয়ার পথেই মারা যায় সাদ্দাম। অপরদিকে, আহত দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি জানান, নওগাঁর পত্নীতলায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে মোটরসাইকেল আরোহী আব্দুল করিম (২৫ ) নামের এক যুবক নিহত হয়েছে। ওই যুবক উপজেলার যোগীবাড়ি গ্রামের এনামুল ইসলামের ছেলে বলে জানা গেছে।
স্থানীয় ও থানা সূত্রে জানা যায় সোমবার সকালে আব্দুল করিম তার বন্ধুর সাথে মোটরসাইকেল যোগে নজিপুর-নওগাঁ সড়কের কাল্লাকাটি মোড় এলাকায় পৌঁছালে বেলা আনুমানিক ৯টার টার দিকে নওগাঁর দিক থেকে আসা দ্রুতগামী একটি মিনি-পিকআপ মোটরসাইকেলটিকে পেছনে সজোরে ধাক্কা দিলে তারা মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যায়।
স্থানীয়রা তাদের উদ্ধার করে পত্নীতলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একটু পরেই আব্দুল করিমকে মৃত ঘোষণা করেন, তার সাথে থাকা পলাশ (২৫) এর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রামেক হাসপাতালে রেফার্ড করেন।
পত্নীতলা থানার অফিসার ইনচার্জ ওসি শাহ এনায়েতুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত কর বলেন, সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু ও একজন গুরুতর আহত হয়েছেন। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি জানান, পাবনার সাঁথিয়ার পাবনা-ঢাকা মহাসড়কের পুটিগারা নামকস্থানে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকের হেলপার নিহত হয়েছে। সোমবার ভোররাত সাড়ে তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত হেলপার নাটোর জেলার লালপুর থানার নুরুল্লাপুর গ্রামের মুনসুর আলীর ছেলে রুমেন (১৭)।
মাধপুর হাইওয়ে থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান ভোররাতে পাবনা গামীট্রাকের সাথে পাথর বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছে। চালকরা পলাতক। লাশ উদ্ধার করে আইনি প্রক্রিয়ায় হস্তন্তর করা হচ্ছে।