পুকুর ভরাট বন্ধের প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

স্টাফ রিপোর্টার: রাজশাহী টেক্সটাইল মিলে শতাধিক বৃক্ষ নির্বিচারে হত্যা ও পুকুর ভরাট বন্ধের প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।
সোমবার রাজশাহী টেক্সটাইল মিলস এর সামনে বেলা ১১টায় বরেন্দ্র অঞ্চলের তরুণ-যুবদের বৃহৎ ঐক্য বরেন্দ্র ইয়ুথ ফোরাম ও সবুজ সংহতি রাজশাহী মহানগরের উদ্যোগে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়।
বরেন্দ্র ইয়ুথ ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইয়ুথ এ্যাকশন ফর সোস্যার চেঞ্জ-ইয়্যাসের সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিকের পরিচালনায় মানববন্ধনে সভাপতিত্ব করেন সবুজ সংহতি রাজশাহী মহানগরের সদস্য সচিব নাজমুল হোসেন রাজু।
মানববন্ধনে বক্তারা বলেন, প্রাকৃতিক পরিবেশ আচ্ছাদিত সবুজায়নে ভরা ছিল রাজশাহী টেক্সটাইল মিলস। কয়েকদিনে সেখানের প্রায় কয়েকশত গাছ নির্বিচারে হত্যা করা হয়েছে। সেইসাথে বিশাল আকৃতির পুকুরটি ভরাট করা হয়েছে।
বছরতিনেক আগে নওদাপাড়াতে অবস্থিত বনবিভাগের প্রায় ২০৫টি গাছ কর্তন করা হয়েছিল নানা অজুহাতে। এভাবে নগরীর একের পর এক অক্সিজেন ভান্ডার ধ্বংস করা হচ্ছে প্রতিনিয়ত। যা এ এলাকার তাপমাত্রা, পরিবেশ ও প্রাণবৈচিত্র্যের উপর বিরূপ প্রভাব ফেলছে।
বক্তারা বর্তমান সরকার, স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন বলেন, এই ধ্বংসযজ্ঞে স্থানীয় পরিবেশবাদিদের নিয়ে তদন্ত কমিটি গঠন করে দ্রুত তদন্ত প্রতিবেদন প্রকাশ করতে হবে।
বৃক্ষ হত্যা ও পুকুর ভরাটের সাথে জড়িত প্রাণ-আরএফএল গ্রুপ ও এর পরিবেশ ধ্বংসকারী অসাধু কর্মকর্তাদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবে হবে। এছাড়াও ভরাটকৃত পুকুরটি অতিদ্রুত পুনরুদ্ধার করে পূর্বের অবস্থ্ায় ফিরিয়ে এনে ঐতিহ্যবাহী এই টেক্সটাইল মিলটির লিজ বাতিল করারও দাবি জানান।
মানববন্ধনে বক্তারা নগর পরিকল্পনাবিদদের মতামত ও বৈশ্বিক মানদণ্ড অনুযায়ী একটি শহরের মোট ভূমির ১০ থেকে ১২ শতাংশ এলাকা জলাশয় ও ১৫ শতাংশ বনভুমি থাকা প্রয়োজন তা নিশ্চিত করার দাবি জানান।
মানববন্ধনে রাষ্ট্র সংস্কার আন্দোলন ও জুলাই ৩৬ পরিষদ রাজশাহীর সদস্য মাহবুব জামাল কাদেরী, পরিবেশ আইন গবেষক শহিদুল ইসলাম, সেভ দি নেচার এন্ড লাইফের চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, আদিবাসী যুব পরিষদ রাজশাহী মহানগরের সভাপতি উপেন রবিদাস, বাংলাদেশ ছাত্র ফেডারেশন রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক নাদিম সিনা, ভাইব্রেন্ট ভিশিওনারিজ নেটওয়ার্ক এর উপদেষ্টা হাসিবুল হাসনাত রিজভি ও স্থানীয় বাসিন্দা মমিনুজ্জামান টেকনসহ প্রমুখ বক্তব্য রাখেন। মানববন্ধন শেষে একই দাবি সম্বলিত স্মারকলিপি রাজশাহীর জেলা প্রশাসক আফিয়া আখতারকে প্রদান করা হয়।