ঢাকা | মার্চ ১১, ২০২৫ - ৩:১৯ পূর্বাহ্ন

দুর্যোগ প্রস্তুতি দিবস

  • আপডেট: Tuesday, March 11, 2025 - 12:37 am

মোহনপুর

মোহনপুর প্রতিনিধি জানান, রাজশাহীর মোহনপুর উপজেলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা সহ ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে।  সোমবার সকাল ১১ দিকে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন উপলক্ষে কেশরহাট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা শাখা মোহনপুর রাজশাহী’র আয়োজনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, দুর্যোগ ব্যবস্থপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) জোবয়দা সুলতানা, স্বাগত বক্তব্য রাখেন প্রকল্প বাস্তবায়ন অফিসার প্রৌকশলী তারিকুল ইসলাম, উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ কর্মকর্তা খন্দকার সাগর আহমেদ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসার নুরন্নবী, পল্লী ইন্নয়ন কর্মকর্তা মশিউর রহমান, প্রভাষক খুশবর রহমান, ওসমান আলী সহ প্রমুখ। আলোচনা সভার শেষে উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সদস্যরা অগ্নি নির্বাপক ও ভূমিকম্প মহড়া প্রদর্শন করেন।

চারঘাট

চারঘাট (রাজশাহী) প্রতিনিধি জানান, সারাদেশের ন্যায় রাজশাহীর চারঘাটেও যথাযথ মর্যাদায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে র‌্যালি, মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে সোমবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে চারঘাটে বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে ফায়ার সার্ভিসের সদস্যরা বিভিন্ন মহড়া প্রদর্শন করে। দুর্যোগে ও অগ্নিকাণ্ডের মতো ঘটনায় কিভাবে নিজেদের নিরাপদ রাখতে হয় সেই বিষয়ে মহড়া প্রদর্শন শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরহাদ লতিফ এর সঞ্চালনা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফ হোসেন,

উপজেলা স্বাস্থ্য পঃপঃ কর্মকর্তা তৌফিক রেজা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিদিব আল মামুন হাসান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান, পল্লী উন্নয়ন কর্মকর্তা জহুরুল ইসলাম, চারঘাট মডেল থানার (ওসি) মিজানুর রহমান, নিমপাড়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান, ইউসুফপুর ইউপি চেয়ারম্যান আরিফুল ইসলাম মাখন, শলুয়া ইউপি প্যানেল চেয়ারম্যান লালন আলী, চারঘাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোজাম্মেল হকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।

গোদাগাড়ী

গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি জানান, জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে রাজশাহীর গোদাগাড়ীতে র‌্যালি, আলোচনা সভা এবং অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় সোমবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ থেকে একটি র‌্যালি বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কবে মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফায়সালা আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তৌহিদুল ইসলাম, গোদাগাড়ী মডেল থানার অফিসার্স ইনচার্জ (ওসি) রুহুল আমিন, উপজেলার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার নামীর উদ্দিন।

অন্যান্যের মাঝে আরো উপস্থিত ছিলেন যুব উন্নয়ন কর্মকর্তা সোহেল রানা,সহকারী প্রকৌশলী মনসুর রহমান, শিক্ষা অফিসার জয়নাল আবেদীন। এছাড়াও ফায়ার ফাইটার, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

পোরশা

পোরশা (নওগাঁ) প্রতিনিধি জানান, নওগাঁর পোরশায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন করা হয়েছে। সোমবার দিবসটি উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও ত্রাণমন্ত্রণালয় এর ব্যবস্থাপনায় উপজেলা চত্বরে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইউএনও মো. আরিফ আদনান। এসময় ভূমিকম্প ও অগ্নি কান্ডে করণীয় বিষয়ে অনুষ্ঠিত হয়।

এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল হক টিটু। এসময় সমাজসেবা কর্মকর্তা শহিদুল ইসলাম, জনস্বাস্থ্য কর্মকর্তা আল হামিম সহ ফায়ার সার্ভিসের সদস্যবৃন্দ এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

বদলগাছী

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি জানান, সারাদেশের ন্যায় নওগাঁর বদলগাছীতেও জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে নির্বাহী অফিসার (ইউএনও) ইসরাত জাহান ছনির সভাপতিত্বে পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার সাবাব ফারহান, পাণি সম্পদ কর্মকর্তা ডাঃ রিপা রাণী, প্রকৌশলী সুমন কুমার দেবনাথ, সমাজসেবা কর্মকর্তা রাজীব আহম্মেদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল ইসলামসহ উপজেলার বিভিন্ন অফিসের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক ও সাংবাদিক বৃন্দ প্রমুখ। আলোচনা সভা শেষে উপজেলা কৃষি অফিসের সামনে ফায়ার সার্ভিসের সিভিল ডিফেন্সের অগ্নিকান্ড বিষয়ক সচেতনতা বৃদ্ধির একটি মহড়া অনুষ্ঠিত হয়।

লালপুর

লালপুর (নাটোর) প্রতিনিধি জানান, নাটোরের লালপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণ বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে। সোমবার ‘দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ এসব কর্মসূচি অনুষ্ঠিত  হয়।

উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজমুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মাসুদুর রহমান, উপজেলা প্রকৌশলী মো. সাজেদুল ইসলাম, নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ লালপুর জোনাল অফিসের ডিজিএম রেজাউল করিম প্রমুখ।

শিবগঞ্জ

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার সকালে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আজাহার আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা উম্মে সুমাইয়া ও কানসাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সেফাউল মূলকসহ অন্যরা। এছাড়া স্থানীয় সরকারি কর্মকর্তা ও বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী উপস্থিত ছিলেন।পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহযোগিতায় ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক সচেতনতামূলক মহড়া প্রদর্শিত হয়। শেষে ক্ষতিগ্রস্থ দুর্লভপুর ইউনিয়নের মোস্তারী বেগমের মাঝে এক বান্ডিল ঢেউটিন ও খাদ্যসামগ্রী তুলে দেয়া হয়।

ভোলাহাট

ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি জানান, চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৫ উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি যথাযথভাবে পালিত হয়েছে। “বিভিন্ন কর্মসূচীর মধ্যে ছিল, বর্ণাঢ্য র‌্যালি, অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া ও আলোচনা সভা।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সুলতান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানমালায় উপস্থিত ছিলেন, থানা অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোজাম্মেল হক চুটু, উপজেলা সমাজসেবা অফিসার নাসিম উদ্দিন, মৎস্য অফিসার ওয়ালিউর রহমান, আনসার ও ভিডিপি অফিসার সামিউল বাসির, মহিলা বিষয়ক সহকারী অফিসার আঞ্জুমান আরা খাতুন।  এছাড়াও ইউপি সদস্যগণ, উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ ও সুধীজন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।  উপজেলা সৃতিসৌধ প্রাঙ্গণে ফায়ার সার্ভিস ডিফেন্স অগ্নি নির্বাপনের মহড়া প্রদর্শন করে।

গোমস্তাপুর

গোমস্তাপুর (চাঁপাই) প্রতিনিধি: দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি বাচায় ক্ষয়ক্ষতি শ্লোগান কে সামনে রেখে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন উপলক্ষে র‌্যালী অগ্নিকাণ্ড বিষয়ক মহাড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন আয়োজনে ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সহযোগিতায় সোমবার সকাল দশটায়  উপজেলা সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন।

সহকারী কমিশনার ভুমি কৃষ্ণ চন্দ্র। বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার তানভীর আহমেদ সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার আব্দুল আলিম, উপজেলা আনসার ভিডিপি অফিসার ফরহাদ হোসেন, উপজেলা প্রেসক্লাব সভাপতি আতিকুল ইসলাম আজম, গোমস্তাপুর ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স ইনচার্জ মাহতাব উদ্দিন প্রমুখ।