ঢাকা | মার্চ ১২, ২০২৫ - ১২:৩৭ অপরাহ্ন

জামায়েত ইসলামী কাটাখালি পৌরসভার ইফতার মাহফিল

  • আপডেট: Tuesday, March 11, 2025 - 11:54 pm

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়েত ইসলামী কাটাখালী পৌরসভার আয়োজনে ও কাটাখালী বাজার ইউনিটের বাস্তবায়নে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার কাটাখালী বাজার প্রাইমারি স্কুল মাঠ প্রাঙ্গণে ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবা উপজেলার হড়গ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ জামায়েত ইসলামী (পবা-মোহনপুর) রাজশাহী-৩ আসনের মনোনিত এমপি পদপ্রার্থী অধ্যাপক মো. আবুল কালাম আজাদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়েত ইসলামী রাজশাহী মহানগর সিনিয়র নায়েবে আমির অধ্যক্ষ সিদ্দিক হোসেন, কর্নহার থানার আমির অধ্যাপক আব্দুর রহিম, কাটাখালি থানার আমির অধ্যাপক জালাল উদ্দিন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি হাফেজ নুরজামান, আরো উপস্থিত ছিলেন কাটাখালি পৌরসভা আমির আজিজুল আলম, নজরুল ইসলাম, আব্দুল হাই প্রমুখ।