কারাতে প্রতিযোগিতায় শিক্ষা বোর্ড টিমের পদক অর্জন

স্টাফ রিপোর্টার: ৪র্থ সিহান হুমায়ূন কবীর জুয়েল স্মৃতি কারাতে প্রতিযোগিতা-২০২৫ ৩৬টি টিম অংশগ্রহণ করে।
উক্ত প্রতিযোগিতায় রাজশাহী শিক্ষা বোর্ডের টিম অংশগ্রহণ করে সাফল্যের সাথে ০২টি স্বর্ণ, ০৩টি রৌপ্য ও ০৬টি তাম্র পদক অর্জন করে সিহান হুমায়ূন কবীর জুয়েল স্মৃতি কারাতে প্রতিযোগিতায় সুনামের সহিত গৌরব অর্জন করেছে। যা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে রাজশাহী শিক্ষা বোর্ডের নাম স্বর্ণাক্ষরে স্মরণীয়।
উক্ত খেলার পদক রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আ ন ম মোফাখখারুল ইসলাম ও সচিব প্রফেসর ড. শামীম আরা চৌধুরীসহ রাজশাহী শিক্ষা বোর্ডের কর্মকর্তাগণ খেলোয়াড়দের হাতে পুনরায় পুরস্কার তুলে দেন এবং খেলোয়াড়দের বরণ করে নেন। এছাড়াও পদক ও ক্রেস্ট বিতরণ অনুষ্ঠানের উপস্থিত ছিলেন রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. আরিফুল ইসলাম, কলেজ পরিদর্শক প্রফেসর মো. মাহাবুব হাসান, বিদ্যালয় পরিদর্শক মহা. জিয়াউল হক, উপ-পরিচালক (হিসাব ও নিরীক্ষা) মো. ইব্রাহিম হোসেন, উপ-সচিব (প্রশাসন) ও ক্রীড়া অফিসার (অতিরিক্ত দায়িত্ব) ওয়ালিদ হোসেন, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (সনদ ও রেকর্ড) মুঞ্জুর রহমান খান, সহকারী-সচিব (প্রশাসন) ও আইন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) খোরশেদ আলম, তথ্য ও গণসংযোগ কর্মকর্তা কর্মকর্তা সুলতানা শামীমা আক্তার, একান্ত সচিব ও সহকারী ক্রীড়া অফিসার (অতিরিক্ত দায়িত্ব) হাসান আলী, ক্রীড়া কোচ শেখ মাহমুদুন নবী তুষার, তন্ময় ঘোষ সুজন ও মো. বিশাল রহমানসহ খেলোয়াড়বৃন্দ।
আরও রাজশাহী শিক্ষা বোর্ডের কর্মচারী ইউনিয়নের সভাপতি হুমায়ন কবীর ও সাধারণ সম্পাদক মো. মাহাবুব আলী।