ঢাকা | মার্চ ১২, ২০২৫ - ৫:২৫ অপরাহ্ন

লক্ষ্মীপুরে খাদ্যপণ্যে জালিয়াতি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

  • আপডেট: Tuesday, March 11, 2025 - 3:08 pm

অনলাইন ডেস্ক: জেলায় গতরাতে খাদ্যপণ্যে জালিয়াতির দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

নিম্নমানের ভেজাল শিশু খাদ্য, নকল চাষী ভাই চাল ও বনফুল লাচ্ছি সেমাইসহ বিপুল ভেজাল খাদ্যদ্রব্য মজুদ, সরবরাহ ও বিক্রির অভিযোগে অক্ষয় স্টোর মালিক আকাশ চন্দ্র সাহাকে ১ লাখ টাকা। অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন করার অভিযোগে জামাল বেকারির মালিক তৌহিদুল ইসলামকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার সকাল ১০টায় বিষয়টি নিশ্চিত করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা  ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জামশেদ আলম রানা। এর আগে সোমবার রাত সাড়ে ১০টার দিকে শহরের বাঞ্চানগর ও বাসটার্মিনাল এলাকায় এ অভিযান পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জামশেদ আলম রানার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত। এসময় উপস্থিত ছিলেন, জেলা নিরাপদ খাদ্য অফিসার ডা. সুমধুচক্রবর্তী,  সদর ও কমলনগর উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক তাজুল ইসলাম ও রিয়াজ উদ্দিনসহ সেনাবাহিনী ও পুলিশ ।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জামশেদ আলম রানা বলেন, রমজান জুড়ে অভিযান চলবে। যেন ভোক্তাদের সঙ্গে কোন ধরনের প্রতারণা ও দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণ রাখতে জেলা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রতিদিন অভিযান চলমান রয়েছে। তারই ধারাবাহিকতায় দুইটি প্রতিষ্ঠানকে ১ লাখ ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সূত্র: বাসস