ঢাকা | মার্চ ১২, ২০২৫ - ৫:৩৮ অপরাহ্ন

বাঘায় উন্মুক্ত লটারির মাধ্যমে খাদ্যবান্ধব ডিলার নিয়োগ সম্পন্ন

  • আপডেট: Tuesday, March 11, 2025 - 10:30 pm

বাঘা প্রতিনিধি: রাজশাহীর বাঘায় প্রথমবারের মতো উন্মুক্ত লটারির মাধ্যমে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগ করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১২টার দিকে উপজেলা সম্মেলন কক্ষে খাদ্য বিভাগ এ ডিলার নিয়োগ কার্যক্রমের আয়োজন করে। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা তাছলিমা খাতুন বলেন, উপজেলার ৭টি ইউনিয়নে ১৪টি কেন্দ্রের বিপরীতে ৪৯ জন আবেদনপত্র জমা দেন।

আবেদনপত্র যাচাই-বাছাইয়ে ৪৮টি আবেদনপত্র বৈধ হয় ও ১ জনের আবেদনপত্র বাতিল হয়। পরে যে-সকল কেন্দ্রে একাধিক ডিলারশিপ প্রত্যাশী ছিলেন তাদের মধ্যে উন্মুক্ত লটারির আয়োজন করা হয়। এছাড়া ৩ কেন্দ্রে একাধিক বৈধ আবেদন না থাকায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় ডিলারশিপ নিয়োগ পান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও খাদ্যবান্ধব ডিলার বাছাই কমিটির সভাপতি শাম্মি আক্তার বলেন, অত্যন্ত স্বচ্ছ প্রক্রিয়ার মধ্য দিয়ে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগ সম্পন্ন করতে  পেরে ভাল লাগছে। লটারি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা শফিউল্লাহ সুলতান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সানোয়ার হোসেন, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা আসিফ ইকবাল, উপজেলা শিক্ষা কর্মকর্তা মীর মামুনুর রহমান, উপজেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মনসুর আলী, উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল ইসলাম, বাঘা প্রেসক্লাব আহবায়ক আব্দুল লতিফ মিঞা, বাঘা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা জিন্নাত আলী, বাঘা উপজেলা বিএনপির আহ্বায়ক ফকরুল হাসান বাবলু, বাঘা পৌর বিএনপির সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফি, আড়ানী ইউপির সাবেক চেয়ারম্যান প্রভাষক নাসির উদ্দীন, বাউসা ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম, উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা তমাল মিয়া, উপজেলা উপ খাদ্য পরিদর্শক সাইদুজ্জামান প্রমুখ।